প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
খোলামেলা হয়ে যে জীবনযাপন করা যায় না, তা উপলব্ধি করে শোবিজ ছেড়ে ইসলামী জীবন বেছে নিয়েছেন একসময়ের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। কিছুদিন আগে ঘোষণা দিয়ে তিনি শোবিজ থেকে সরে ইসলামী বিধান মতে জীবনযাপন শুরু করেন। বোরকা-হিজাব পরে নিজের খোলামেলা জীবন থেকে সরে আসেন। অথচ বেশ কয়েক বছর ধরে খোলামেলা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে তুলে ধরেছিলেন। অনেকটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য শরীর সার্জারি করে উপস্থাপন করেছিলেন। সেই সানাই এখন ইসলামী জীবন বেছে নিয়ে সংসারী হয়েছেন। গত শুক্রবার অনেকটা নীরবে বিয়ে করেছেন। নীলফামারী শহরের বাবুপাড়াস্থ পৈতৃক বাড়িতে তার বিয়ে সম্পন্ন হয়। তার বর আবু সালেহ মুসা একজন ব্যাংক কর্মকর্তা। এ বিষয়ে সানাই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিয়ে করার কথা বলেছেন। সানই মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেছিলেন। পাশাপাশি উপস্থাপনা ও সিনেমায় অভিনয় করেন। ২০১৬ সালে ভালোবাসা ২৪/৭ নামের একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচিত-সমালোচিত ছিলেন তিনি। খোলামেলা আচরণের কারণে সমালোচিত হয়েছিলেন। গতবছর ইসলামিক জীবনযাপন করার লক্ষ্যে অভিনয় জগৎ থেকে সরে আসেন সানাই মাহবুব। বোরকা-হিজাব পরে চলাফেরা শুরু করেন। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি নেই বললেই চলে। এর আগে ২০১৯ সালে সাবেক এক মন্ত্রীর সঙ্গে সানাইয়ের বিয়ের গুঞ্জন উঠেছিল। তিনি নিজেই মন্ত্রীর সঙ্গে বিয়ের খবরের কথা জানিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।