Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেষ মুহুর্তে ফ্লাইট বাতিল, বিমান বন্দর থেকে ফিরে যাচ্ছে লিভারপুলের সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ৮:০৩ পিএম | আপডেট : ৮:১৪ পিএম, ২৮ মে, ২০২২

কয়েক ঘণ্টা পরেই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের জমজমাট ফাইনাল। এই ম্যাচ নিয়ে চলছে বিশ্বের ফুটবল অনুসারীদের মধ্যে মাতামাতি। প্রায় ৪০ কোটির মতো মানুষ টেলিভিশন পর্দায় চোখ রাখবে।

ফাইনালে মুখোমুখি হবে স্পেনের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হওয়া দল লিভারপুল।

বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের আয়োজক শহর ফ্রান্সের প্যারিস। প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে এই ম্যাচ হবে। একসাথে আশি হাজার লোকের বসার ব্যবস্থা আছে এই স্টেডিয়ামে।

কিন্তু শেষ মুহূর্তে প্যারিসগামী একটি ফ্লাইট বাতিল হওয়ার পর শত শত লিভারপুল এফসি সমর্থক লিভারপুল জন লেনন বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছে। ফাইনাল দেখতে প্যারিসের ফ্লাইটে ভোর ৪টার ফ্লাইটে উঠার আশায় ভক্তরা বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ার পরে শত শত ভক্ত বাড়ি ফিরে যাচ্ছে।’ আইটিভি.কম এই তথ্য জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ