Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার কানে গিয়েই পুরস্কার জিতল পাকিস্তানি সিনেমা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ২:৩০ পিএম

এবার কানের ৭৫তম আসরে ‘আঁ সার্তে রিগা’য় বিভাগে জায়গা করে নিয়েছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। বাংলাদেশের মতো শূন্য হাতে ফিরতে হয়নি তাদের। জিতে নিয়েছে জুরি পুরস্কার। প্রথমবার কানের অফিসিয়াল সিলেকশনে গিয়েই পুরস্কার জিতে নিল পাকিস্তান।

বাংলাদেশ সময় শুক্রবার (২৭ মে) রাতে কান উৎসবের পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুরি প্রাইজের পুরস্কারটি তুলে দেওয়া হয় ‘জয়ল্যান্ড’-এর নির্মাতা সায়েম সাদিকের হাতে।

এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকের দায়িত্বও সামলেছেন। এছাড়াও আছেন লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান, আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির, সালমান পীরজাদা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ