Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

টেস্ট খেলার ইয়েস কার্ড পেয়েছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৫৭ পিএম

শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : আইসিসি’র বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বীরের মতো। প্রত্যাবর্তন ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন ৪ উইকেট। আফগানিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে ২টি ওয়ানডে সিরিজে ১০ উইকেটে আস্থার প্রতিদান দিয়েছেন। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটেও হাজির সেই চেনা তাসকিনই। খুলনার বিপক্ষে শেষ ওভার ট্র্যাজেডিতে চিটাগাং ভাইকিংসের হারে অপবাদ লাগেনি তাসকিনের (২/১৭) গায়ে। টানা ৪ ম্যাচ হারের পর চিটাগাং ভাইকিংসকে জয়ে ফেরাতে গতকাল রেখেছেন অবদান। টুয়েন্টি-২০ ক্রিকেট ক্যারিয়ারে ২৯তম ম্যাচে এসে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেটের দেখা। বিপিএল দিয়ে অবিভুত তাসকিনের মধ্যে প্রতিভার বিচ্ছুরণ দেখেছে বিশ্ব ২০১৩ সালে। সেই বিপিএলেই ৫ উইকেটের ইনিংসের দেখা পেতে তাসকিনকে অপেক্ষা করতে হলো ১৫তম ম্যাচ পর্যন্ত। বিপিএল’র চলমান আসরে আবুল হাসান রাজুর পর ৫ উইকেটের ইনিংসে এটা দ্বিতীয় কৃতি। বিপিএলে মোহাম্মদ সামী, কেভন কুপার, তিসারা পেরেরা, আল আমিন এবং আবুল হাসান রাজুর পর ৫ উইকেটের ইনিংসে তাসকিন ৬ষ্ঠ কৃতিমান।
২০১৪ সালে টি-২০ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকÑমন্দ হয়নি সেই অভিষেক (১/২৪)। সে বছরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই করেছেন বাজিমাতÑপেয়েছেন ৫ উইকেট! ২০ ওয়ানডে, ১৩টি টি-২০ পার করলেও টেস্ট অভিষেক হয়নি এখনো। ২০১৩ সালে ইনজুরি থেকে সেরে ওঠার পর চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী লম্বা স্পেলে বল করার অনুমতি পাননি তাসকিন সাড়ে তিন বছর। ফলে ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়েও ৬ বছরে খেলেছেন দীর্ঘ পরিসরের ম্যাচ মাত্র ১০টি। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ বিরতির পরও নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেকের স্বপ্ন দেখছেনÑ ‘টেস্ট আমার স্বপ্ন। টেস্ট না খেললে পরিপক্ক ক্রিকেটার কখনোই হতে পারব না। টেস্ট খেলার সুযোগ যেনো পাই, তার জন্য নিজেকে শতভাগ ফিট রাখছি। কোচ, ফিজিও’র পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, সেই নির্দেশনা মেনে ট্রেনিং করছি।’
যে ছেলেটি গত সাড়ে তিন বছর দীর্ঘ পরিসরের ম্যাচের বাইরে, সেই তাসকিনকেই নাকি টেস্টের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সে বার্তা পৌছে দেয়ার কথাই জানিয়েছেনÑ ‘তাসকিন লংগার ভার্সন ক্রিকেট খেলছে না, তা ঠিক। তবে নিউজিল্যান্ডের আবহাওয়া তো এখানকার মতো নয়, ওখানে বাংলাদেশ টেস্ট খেলবে জানুয়ারিতে। তখন সেখানে অনেক ঠাÐা পড়বে। তাছাড়া সেখানকার উইকেটও তৈরি হয়ে থাকে পেস বোলারদের জন্য। তাই তাসকিনকে টেস্টের জন্য তৈরি থাকতে বলেছি।’
বিপিএল শেষ হওয়ার পর পরই সিডনীর ফ্লাইট ধরতে হবে। ফলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের আগে দীর্ঘ পরিসরের কোন ম্যাচে তাসকিনকে পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন না নির্বাচকমÐলী। অস্ট্রেলিয়ার সিডনীতে ১০ দিনের যে কন্ডিশনিং ক্যাম্প হবে বাংলাদেশ দলের, সেখানেও দীর্ঘ পরিসরের কোন অনুশীলন ম্যাচ বরাদ্দ নেই বাংলাদেশ দলের। তবে সিডনীতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে সিডনী থান্ডার্স এবং সিডনী সিক্সার্সের বিপক্ষে যে ২টি একদিবসীয় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল, ওই ম্যাচ দু’টি খেলেই টেস্টের জন্য তাসকিন নিজেকে করতে পারবেন প্রস্তুত, এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচকÑ ‘অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলন ম্যাচ আছে, সেই ম্যাচ খেলেই তাসকিন টেস্টের জন্য প্রস্তুত করতে পারবে নিজেকে। ও যদি ফিট থাকে, তাহলে টেস্ট খেলার সুযোগ আছে। এখন পর্যন্ত সব কিছু ইতিবাচকই মনে হচ্ছে।’ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে ২ দিনের অনুশীলন ম্যাচে লম্বা স্পেলে আদৌ কি বল করতে পারেন, তাসকিনকে সে পরীক্ষাই দিতে হয়েছে। এক দিনে ১৩.২ ওভার বল করে সেই পরীক্ষায় নির্বাচকদের ইয়েস কার্ড পেয়েছেন তাসকিন বলে জানিয়েছেন নান্নুÑ ‘অনেক দিন ধরে যে ছেলেটি দীর্ঘ পরিসরের ম্যাচের বাইরে, ইংল্যান্ডের বিপক্ষে ২ দিনের ম্যাচে পুরো একটা দিন তাসকিনের ফিল্ডিং এবং বোলিং দেখে কিন্তু একটিবারও লংগার ভার্সন ম্যাচ খেলার ঘাটতি চোখে ধরা পড়েনি। তখন চট্টগ্রামে ভ্যাপসা গরমে ও যদি পারে, তাহলে নিউজিল্যান্ডে ঠাÐা আবহাওয়ায় তো ওর পক্ষে না পারার কোন কারণ দেখছি না।’
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে স্পিড গানে গতি উঠিয়েছেন ঘন্টায় ১৪৮ কিলোমিটার। গতিই তার বোলিংয়ের প্রধান শক্তি। এই গতির সঙ্গে শিখেছেন সেøায়ার ডেলিভারির কৌশলও। গত শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেটের ইনিংসে ২৪টি বলের মধ্যে ১০টিই সেøায়ার ডেলিভারি! ৪ ওভারের মধ্যে ১২টি বল ডট করার রহস্য ওখানেই। বাংলাদেশ দলের ওয়ানডেও টি-২০ অধিনায়ক মাশরাফির পরামর্শেই গতির পাশাপাশি সেøায়ার ডেলিভারি দিয়ে ব্যাটসম্যানদের হতভম্ব করতে পারছেন বলে জানিয়েছেন তাসকিনÑ ‘চট্টগ্রামের উইকেট তো পুরোপুরি ফ্লাট। এই উইকেটে পেস বোলারদের করনীয় তেমন কিছুই নেই। তাই পীচ নিয়ে বেশি কিছু ভাবিনি। প্রতিটি বল ডেলিভারির আগেই পরিকল্পনা করতে হয়েছে। মাশরাফি ভাই’র একটি কথা সব সময় মাথায় রাখতে চেষ্টা করি। জোরে বল করি বলে উনি পছন্দ করেন। বলেন, সেøায়ার ডেলিভারি দিতে চেষ্টা কর।’ জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তাসকিনের টেস্ট অভিষেক হয়ে গেলে কাকতালীয়ভাবে সাব্বির রহমান রুম্মানের সঙ্গে মিলে যাবে আন্তর্জাতিক ক্যারিয়ার। টি-২০ তে নিজেকে প্রমান করে ওয়ানডে অভিষেক, ওয়ানডেতে অপরিহার্যতার স্বাক্ষর রেখে টেস্টেও অভিষেক হয়ে গেছে হালের সেনসেশন সাব্বির রহমান রুম্মানের। ২০১৪ সালের জানুয়ারিতে টি-২০ অভিষেক থেকে ওয়ানডে হয়ে টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে সাব্বিরকে ২১ মাস। সাব্বিরের ৩ মাস পর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত পেস বোলার তাসকিনকেও যে টেস্ট অভিষেকে প্রতীক্ষা করতে হচ্ছে সেই ২০ মাস!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ