Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টপ অর্ডার নিয়ে সাকিবের দুশ্চিন্তা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৫৫ পিএম | আপডেট : ১০:৫৮ পিএম, ১৯ নভেম্বর, ২০১৬

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : তারকায় ঠাসা দলটিতে শ্রীলংকার লিজেন্ডারি মাহেলা জয়বর্ধনের জায়গা হচ্ছে না একাদশে। সাঙ্গাকারাকে এবার বিপিএলে যাচ্ছে না চেনা। মেহেদী মারুফ এবং মোসাদ্দেক ছাড়া টপ অর্ডারে কারো উপর ভরসা রাখতে পারছে না ঢাকা ডায়নামাইটস। গতকাল ব্যাটিং পাওয়ার প্লে’র ৬ ওভারই ভুগিয়েছে ঢাকা ডায়নামাইটসকে। স্কোর শিটে ৬৮ উঠতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে সাকিবের দল। সে কারণেই টপ অর্ডার নিয়ে যতোসব দুশ্চিন্তা সাকিবেরÑ ‘দ্রæত উইকেট হারিয়েছি আমরা। পাওয়ার প্লে’র প্রথম ছয় ওভার ভালোমতো ব্যবহার করতে পারিনি। দ্বিতীয়ত আমরা অনেকগুলো উইকেট হারিয়েছে। ছন্দটা কখনোই ছিলো না আমাদের। ব্যাটিংয়ে এখনও ঘাটতি আছে। বিশেষ করে উপরের দিকের ব্যাটসম্যানরা বড় স্কোর রান করতে পারছে না, মোসাদ্দেক এবং মারুফ ভাই ছাড়া। শক্তভাবেই এই জায়গায়ই উন্নতি করতে হবে।’
ইনিংসের শেষ দিকে এসে খুলনা টাইটান্সকে আতঙ্কে রেখেছেন ঢাকা ডায়নামাইটসের টেল এন্ডার সেকুগে প্রসন্ন। ১৮ বলে তার দ্রæততম ফিফটিতে ম্যাচ হাতছাড়া হবার উপক্রম হয়েছিল, ম্যাচ শেষে তা মুখফুটে বলেছেন খুলনা টাইটান্সের ম্যাচ উইনার বাঁ হাতি স্পিনার মোশারফ রুবেলÑ ‘মনে হচ্ছিল ম্যাচটা বুঝি হাত থেকে বের হয়ে যাচ্ছে। জুনাইদের ওই ওভারটা (১৯তম) খুব ভালো হয়েছে। ওই ওভারটাই ছিল ক্রুশিয়াল। আমাদের কিছু হাফ চান্স ছিল, সেগুলো নিতে পারলে আরো আগেই ম্যাচ জিতে যেতে পারতাম। শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেছি, এতেই খুশি।’
খুলনা টাইটান্স যে চারটি ম্যাচ জিতেছে, তার প্রতিটিই বোলিংয়ে। আগের তিনটি জয়ের মতো চতুর্থ জয়টিও যথারীতি শেষ ওভারের বোলিংয়ে! শেষ ওভারে জিততে জিততে অভ্যস্ত দলটি পরবর্তীতে স্নায়ুচাপের শেষ ওভারে এসে নয়, জিততে চায় বড় ব্যবধানে। মোশারফ রুবেল সে লক্ষ্যের কথাই জানিয়েছেনÑ ‘শেষ ওভারটা আমাদের ফেভারেই আসছে। তবে আমরা ভালো ব্যবধানে জিততে চাই। কারণ সবসময়ই তো আর এমনটি হবে না।’
শেষ ওভার হিরো মাহামুদুল্লাহ এই ম্যাচে একটি বলও করেননি। প্রতিপক্ষের টার্গেট যখন ১০, তখন মাহামুদুল্লাহ বল তুলে দিয়েছেন কেভন কুপারের হাতে। তার কারনটাও জানিয়েছেন মোশারফ রুবেলÑ ‘আমাদের দলে বোলারের সংখ্যা সীমিত। অন্য সব দলে ৬-৭ জন বোলার আছে। দেখা যায় ছয় সাতজন বোলার থাকে। কিন্তু আমাদের হাতে অতো বোলার নেই। আজ বল করেছে আরিফ, একটা ভালো দিক। ভাইটাল মোমেন্টে রিয়াদকে দিয়ে বল করানো যেতে পারে।’
বোলিং দিয়ে একটার পর একটা ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেও খুলনা টাইটান্সের দূর্ভাবনা ব্যাটিং নিয়ে। মোশারফ রুবেলের মূল্যায়ন তাÑ ‘মাঝের ওভারগুলোতে যদি একজন বিগ হিটার থাকতো, তাহলে আমাদের রান আরও ১০/১৫ বা ২০ রান বেশি হতো। প্রতিদিনই শুরুটা ভালো হচ্ছে, তবে ফিনিশিং হচ্ছে না সেভাবে। অন্যরা যেখানে ১৮০/১৯০ পর্যন্ত রান করছে সেখানে ১৫০ এ এসে থামছি আমরা। আমাদের বোলিং ইউনিট খুব ভালো। তাই ব্যাটিংয়ে যদি ইনিংসের মাঝের ওভারগুলোতে আরও১০/১৫ রানযোগ করতে পারি তাহলে আমাদের বোলারদের জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে।’
খুলনা টাইটানস : ২০ ওভারে ১৫৭/৫ (ফ্লেচার ২০, হাসানুজ্জামান ০, শুভাগত ২৪, মাহমুদউল্লাহ ৬২, পুরান ১৬, তাইবুর ২১*, কুপার ১*; সাকিব ০/১৭, সাজামুল ১/২২, কোলস ০/৩২, গ্রসন্ন ০/১১, ব্রাভো ২/২৭, শহীদ ১/৩৮, নাসির ০/৮)।
ঢাকা ডায়নামাইটস : ১৯.১ ওভারে ১৪৮ (মারুফ ৬, সাঙ্গাকারা ২, কোলস ১১, নাসির ৭, মোসাদ্দেক ৩৫, সাকিব ৮, ব্রাভো ৪, সানজামুল ১২, প্রসন্ন ৫৩, শুভ ২, শহীদ ১*; জুনায়েদ ১/১৮, কুপার ৩/৩৫, শফিউল ১/২১, আরিফুল ০/২০, শুভাগত ০/১৫, মোশাররফ ৩/৩১, তাইবুর ১/৫)।
ফল : খুলনা টাইটানস ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোশাররফ হোসেন রুবেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ