Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেড ডেভিলদের হৃদয় ভাঙলেন জিরুদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের দুই মিনিট আগেও ঠিকঠাক ছিল সবকিছু। এর পরেই ওল্ডট্রাফোর্ডে আসে স্বাগতিক সমর্থকদের হৃদয় ভাঙ্গার সেই মুহূর্ত। অ্যালেক্স-অক্সালেড চেম্বারলেইনের ক্রস হেডারের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে জড়িয়ে দেন আর্সেনালের ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদ। এর আগে হুয়ান মাতার গোলে এগিয়ে ছিল রেড ডেভিলরাই। প্রিমিয়ার লিগে হোসে মোরিনহোও অজেয়ই থেকে গেলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কাছে।
ওয়েঙ্গার-মোরিনহোর উত্তাপ অবশ্য প্রথমার্ধে পাওয়া যায়নি। যা একটু পাওয়া গেল তাও মাঠের বাইরে থেকে। ৩৪তম মিনিটের স্বগতিকদের একটি ব্যর্থ পেনাল্টি আবেদনে ডাগআউটটে স্বভাবসুলভ বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মোরিনহো। ম্যাচ জুড়ে বলের দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও পাল্টা আক্রমন ও গোলমুখি শটে এগিয়ে ছিল ইউনাইটেডই। রেড ডেভিলদের প্রতি স্প্যানিশ মিডফিল্ডার মাতার উপহারটি ছিল ৬৮তম মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ