Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক মামুন আর নেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৫৩ পিএম

স্পোর্টস রিপোর্টার : সাপ্তাহিক রোববার ও পাক্ষিক ক্রীড়ালোক পত্রিকার সিনিয়র রিপোর্টার শেখ মাসুদুর রহমান মামুন আর নেই। ১৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় তিনি পশ্চিম চৌধুরী পাড়ার হাজীপাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মা, সাত ভাই, চার বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ ফজর নুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে পশ্চিম হাজীপাড়া কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জন্মগ্রহণকারী মরহুম শেখ মাসুদুর রহমান মামুন ছিলেন একজন কৃতি ছড়াকার। তিনি দীর্ঘদিন খেলাঘর, সাপ্তাহিক রোববার ও পাক্ষিক ক্রীড়ালোকের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকেও তিনি লেখালেখি করতেন। অকৃতদার এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে নিউনেশন, রোববার, ক্রীড়ালোক ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।



 

Show all comments
  • Mohammad Milki ২০ নভেম্বর, ২০১৬, ১০:২০ এএম says : 0
    Saddened. May ALMIGHTY ALLAH(SWT) Reward Him Jannatul Ferdous.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ