Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৫২ পিএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকি টুর্নামেন্টে স্বাগতিক হংকংকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল হংকং কিংস পার্ক হকি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারায় স্বাগতিকদের। লাল-সবুজদের হয়ে পেনাল্টি কর্নার (পিসি) থেকে মামুনুর রহমান চয়ন দু’টি এবং পেনাল্টি স্ট্রোক ও ফিল্ড থেকে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি করেন আরও দু’গোল। স্বাগতিকদের হারানোর ফলে শিরোপা জয়ের লড়াইয়ে একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
কাল ম্যাচের শুরু থেকেই গোল পেতে হংকংকে চেপে ধরে খেলতে থাকে লাল-সবুজরা। ম্যাচের ২২ মিনিটেই পিসি থেকে গোল আদায় করে নেয় তারা। এসময় বাংলাদেশকে এগিয়ে নেন মামুনুর রহমান চয়ন (১-০)। ২৫ মিনিটে ফের পিসি থেকে দ্বিতীয় গোল পায় জিমি বাহিনী। এ গোলটিও আসে চয়নের স্টিক থেকে (২-০)। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে তৃতীয়বার উল্লাসে মাতান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি (৩-০)। তবে তিন গোল হজম করার পর হাল ছেড়ে দেয়নি স্বাগতিক হংকং। তারা ঠিকই ঘুরে দাঁড়ায়। ৩৫ মিনিটে পিসি থেকে সেং কিংকাঙ গোল করে ব্যবধান কমান (১-৩)। ৪২ মিনিটে ফিল্ড থেকে অধিনায়ক চুং মিং গোল করলে ব্যবধা দাঁড়ায় ২-৩ এ। এ গোলটি হওয়ার পর কিছুটা শঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশ। তবে ম্যাচের ৫২ মিনিটে ফিল্ড থেকে জিমি আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় তাদের (৪-২)। বাংলাদেশ আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে মোকাবেলা করবে। হংকং কিংস পার্ক হকি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ