নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রভিচন্দ্রন আশ্বিন জাদুতে ভিসাকাপত্তনম টেস্টের লাগাম পুরোপুরি হাতে নিয়েছে স্বাগতিক ভারত। তৃতীয় দিন শেষে তারা এগিয়ে ২৯৮ রানে, হাতে এখনো ৭ উইকেট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চিন্তার প্রধান কারণ বিরাট কোহলি ব্যাটে আছেন ৫৬ রানে।
তৃতীয় দিনের শুরুটা ভালোই ছিল ইংলিশদের। ১০৫ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নেমে মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে শুধুমাত্র জনি বেয়ার’শর (৫৩) উইকেটটি হারায় তারা। স্টোকস-বেয়ার’শর এই ষষ্ঠ উইকেট জুটি থেকেই আসে সর্বোচ্চ ১১০ রান। পরে রশিদকে নিয়ে ৩৫ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন স্টোকস। কিন্তু সর্বোচ্চ ৭০ রান করে স্টোকসই ফেরেন আগে। এরপর বেশিদুর এগুতে পারেনি অ্যালিস্টার কুকের দল। শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬৫ রানে। ইংলিশদের ২৫৫ রানে গুটিয়ে দেওয়ার সবচেয়ে বড় কৃতিত্ব ৬৭ রানে একাই ৫ উইকেট নেয়া আশ্বিনের। প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়ায় ২০০ রানের। চার উইকেট সমানভাবে ভাগ করে নেন সামি, যাদব, জাদেজা ও জয়ন্ত। বাকিটা ছিল রানআইট।
বল হাতে ৪০ রানে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরাও। কিন্তু প্রথম ইনিংসের নায়ক কোহলির প্রতিরোধে তা আর হয়ে ওঠেনি। আর কোন অঘটন ছাড়াই ৯৮ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। কোহলির সাথে আজ আবার ব্যাটে নামবেন অজিঙ্কে রাহানে (২২*)।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৪৫৫ ও ৩৪ ওভারে ৯৮/৩ (বিজয় ৩, রাহুল ১০, পুজারা ১, কোহলি ৫৬*, রাহানে ২২*; অ্যান্ডারসন ১/১৬, ব্রড ২/৬, রশিদ ০/৩৭, স্টোকস ০/২৫, মঈন ০/৯)।
ইংল্যান্ড : ১০২.৫ ওভারে ২৫৫ (কুক ২, হামিদ ১৩, রুট ৫৩, ডাকেট ৫, মইন ১, স্টোকস ৭০, বেয়ারস্টো ৫৩, রশিদ ৩২*, আনসারি ৪, ব্রড ১৩, অ্যান্ডারসন ০; সামি ১/২৮, উমেশ ১/৫৬, জাদেজা ১/৫৭, অশ্বিন ৫/৬৭, জয়ন্ত ১/৩৮)।
তৃতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ভারত ২৯৮ রানে এগিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।