মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গতকাল রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত ১৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো শীর্ষ সংস্কারপন্থী সংগঠন বারশি দুর্নীতির অভিযোগে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করতে এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের অভিযোগ নাজিব শিশু সংক্রান্ত একটি বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়েছেন। তবে রেড শার্ট পরা সরকারপন্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী ইয়োলো শার্ট পরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতিহত করার হুমকি দিলে সম্প্রতি উত্তেজনা তৈরি হয়। সরকার সমাবেশের কয়েক ঘন্টা আগে দুই পক্ষের নেতাদের গ্রেফতার করলেও তা পরিস্থিতিকে আরো উস্কে দেবে কি-না তা স্পষ্ট নয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। গতরাতেই রাজধানীতে কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে রাজধানী ও এর আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
জনৈক বিক্ষোভকারী দেরেক ওং (৩৮) বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’ নাজিব অবশ্য কোন ধরনের দুর্নীতি করার অভিযোগ প্রত্যাখান করেছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।