Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সফরসূচির শেষ পর্বে পেরুতে ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৬ পিএম

দক্ষিণ আমেরিকার পেরু সফরের মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রেসিডেন্ট ওবামার শেষ বিদেশ সফর। গতকাল শনিবার সকালে পেরুতে এসে পৌঁছান বারাক ওবামা। দেশটির প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুইজিস্কির সঙ্গে সকালেই সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। এরপর পেরুর টাইন হল মাঠে যুবকদের সাথেও মিলিত হন তিনি। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে সর্বশেষ আলোচনার আশা করছেন প্রেসিডেন্ট ওবামা। আজ রোববার পেরুর রাজধানী লিমায় অর্থনৈতীক সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি। সেখানে এশিয়ান এবং অষ্ট্রেলিয়ান নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন। সবশেষে ওয়াশিংটনে ফিরে যাওয়ার আগে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেবেন। কাল সোমবার সকালে তিনি হোয়াইট হাউসে ফিরে যাবেন।  উল্লেখ্য, গ্রিস এবং জার্মানীর পরে তিনি পেরু সফর করছেন। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে ওয়াশিংটন থেকে তিনি ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেন। এই সফরে ওবামা ইউরোপে আমেরিকার মিত্রদের ট্রাম্পভীতি দূর করার চেষ্টা করছেন বলে ইঙ্গিত মিলেছে। গ্রিসের উদ্দেশে দেশ ছাড়ার আগেও ইউরোপের মিত্রদের তিনি বলেছেন, ট্রাম্প ন্যাটোর ব্যাপারে আমেরিকার প্রতিশ্রুতি মেনে চলার আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টারা ধারণা করছেন, এই সফরে ইউরোপীয় নেতাদের সঙ্গে তাঁর আলোচনার প্রধান বিষয় হবে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামার শেষ বিদেশ সফরে ওবামা ইউরোপে আমেরিকার মিত্রদের ট্রাম্পভীতি দূর করার চেষ্টা করবেন বলে ইঙ্গিত মিলেছে। গ্রিসের উদ্দেশে দেশ ছাড়ার আগেও ইউরোপের মিত্রদের তিনি বলেছেন, ট্রাম্প ন্যাটোর ব্যাপারে আমেরিকার প্রতিশ্রুতি মেনে চলার আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার গ্রিসে প্রেসিডেন্ট ওবামা গুরুত্বপূর্ণ ভাষণ দেন। বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনা করেন। সিএনএন, গার্ডিয়ান, এএফপি।






























 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ