Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন যুদ্ধে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১১:০০ এএম

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এ অর্থের ব্যবস্থা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বুধবার (২৫ মে) বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তিনি কাজে যোগ দেবেন।
জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীনসহ অনেকে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ