মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকার রাস্তাগুলো অগ্নি-নির্বাপক ফোমে আস্তরণে তলিয়ে গেছে। দমকল কর্মীদের বরাতে খবরে বলা হয়েছে, সান জোস বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে ফায়ার অ্যালার্মের ত্রুটির কারণে হ্যাঙ্গারের নির্গমণপথ দিয়ে আগুন নিভানোর জন্য ব্যবহৃত ফোম বের হতে থাকে, এক পর্যায়ে তা আশপাশের এলাকায় ফোমে প্লাবিত হয়ে যায়। ত্বকে যন্ত্রণা সৃষ্টিকারী এই ফোমে হাত না দিতে লোকজনকে সতর্ক করা হয়েছে। অগ্নি-নির্বাপক ফোম বাতাসে উড়ছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ফোমের নির্গমণ বন্ধ করা হয়েছে এবং পরিচ্ছন্ন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপর এক খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া বিমানবন্দরের হ্যাঙ্গার ঢেকে গেছে অগ্নিনির্বাপক ফেনায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সাহ হোসে বিমানবন্দরের হ্যাঙ্গারে আগুন লাগার সংকেতে যান্ত্রিক ত্রুটির কারণে ফেনা ছড়িয়ে পড়ে। ইউএসএ টুডে জানিয়েছে, ফেনা হ্যাঙ্গার ছাড়িয়ে পাশের রাস্তাও ঢেকে ফেলে। পুরো এলাকা সাদা ফেনার সাগরে ঢেকে যায়। টানা আট ঘণ্টা কাজ করার পর পরিচ্ছন্নতা কর্মীরা ফেনা পরিষ্কার করতে সক্ষম হন। যান চলাচল বন্ধ করতে পুলিশ রাস্তায় ব্যারিকেড বসায়। বিবিসি, ইউএসএ টুডে,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।