Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকারে আরেকটি পরিবর্তন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৫ পিএম

ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের রিয়েল এস্টেট সেমিনার নিয়ে প্রতারণার অভিযোগে করা তিনটি মামলা আড়াই কোটি ডলারে নিষ্পত্তি করতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান এই নিষ্পত্তির কথা ঘোষণা করেছেন। বিবিসি জানিয়েছে, রিয়েল এস্টেট ব্যবসার গোপনীয়তা এবং নিজের বাছাইকৃত প্রশিক্ষক দিয়ে শিখানোর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ হাজার ডলার করে নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় সাবেক ছাত্ররা তার বিরুদ্ধে মামলা করে। এর আগে আদালতের বাইরে এসব মামলা নিষ্পত্তি করবেন না বলে বারবার জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শেষপর্যন্ত তা করায় একে ট্রাম্পের চমকপ্রদ পরিবর্তন এবং ক্ষতিগস্ত শিক্ষার্থীদের বড় ধরনের বিজয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল স্নাইডারম্যান। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে বলা হয়, ট্রাম্প বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। এসব মামলার একটির শুনানি ২৮ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে শুরু হওয়ার কথা ছিল, তবে ট্রাম্পের আইনজীবীরা শুনানি পেছানোর চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প দাবি করেছিলেন, ক্যালিফোর্নিয়ার যে বিচারক মামলাটির শুনানি করছেন তিনি মেক্সিকান বংশোদ্ভূত হওয়ায় মামলা পরিচালনায় নিরপেক্ষ থাকতে পারবেন না। তখন এই মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ