Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের নৌসীমায় ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশের চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৪ পিএম

ভারতীয় সাবমেরিনকে (ডুবোজাহাজ) তাড়িয়ে দেয়ার দাবি করেছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানি নৌবাহিনী সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা ডন অনলাইন ও নিউজপিকে জানায়, পাকিস্তানের নৌসীমানায় অনুপ্রবেশের একটি পরিকল্পনা করছিল ভারতীয় সাবমেরিনটি। তীক্ষè নজরদারির মাধ্যমে বিষয়টি টের পেয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিজেদের নৌসীমা থেকে ভারতীয় নৌবাহিনীকে তাড়িয়ে দেন পাকিস্তানের নৌসেনারা। ডনের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার দিবগত রাতে করাচির কাছে পাকিস্তানের দক্ষিণ অংশের নৌসীমানায় নৌবাহিনী সমুদ্রের তলদেশ সোনার যন্ত্রের সাহায্যে শব্দ শুনতে পায়। এরপর ওই অংশে ভারতীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের ঘটনা শনাক্ত করে নৌবাহিনী। পরে ওই অংশে নৌবাহিনীর টর্পেডো বহনকারী জাহাজের উপস্থিতি বাড়িয়ে ভারতীয় সাবমেরিনগুলোকে তাড়িয়ে দেয়। নিউজপিকের খবরে বলা হয়, ভারতীয় সাবমেরিনগুলো নিজেদের উপস্থিতি গোপন রাখতে চেষ্টা করেছিল। কিন্তু তৎপর পাকিস্তানি নৌবাহিনীর কারণে তা আর সম্ভব হয়নি। এ ঘটনার পর পাকিস্তানের নৌবাহিনীর সূত্র জানায়, এ ঘটনাই প্রমাণ করল পাকিস্তানের সেনারা কতখানি দক্ষ। ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ