মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সাবমেরিনকে (ডুবোজাহাজ) তাড়িয়ে দেয়ার দাবি করেছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানি নৌবাহিনী সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা ডন অনলাইন ও নিউজপিকে জানায়, পাকিস্তানের নৌসীমানায় অনুপ্রবেশের একটি পরিকল্পনা করছিল ভারতীয় সাবমেরিনটি। তীক্ষè নজরদারির মাধ্যমে বিষয়টি টের পেয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিজেদের নৌসীমা থেকে ভারতীয় নৌবাহিনীকে তাড়িয়ে দেন পাকিস্তানের নৌসেনারা। ডনের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার দিবগত রাতে করাচির কাছে পাকিস্তানের দক্ষিণ অংশের নৌসীমানায় নৌবাহিনী সমুদ্রের তলদেশ সোনার যন্ত্রের সাহায্যে শব্দ শুনতে পায়। এরপর ওই অংশে ভারতীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের ঘটনা শনাক্ত করে নৌবাহিনী। পরে ওই অংশে নৌবাহিনীর টর্পেডো বহনকারী জাহাজের উপস্থিতি বাড়িয়ে ভারতীয় সাবমেরিনগুলোকে তাড়িয়ে দেয়। নিউজপিকের খবরে বলা হয়, ভারতীয় সাবমেরিনগুলো নিজেদের উপস্থিতি গোপন রাখতে চেষ্টা করেছিল। কিন্তু তৎপর পাকিস্তানি নৌবাহিনীর কারণে তা আর সম্ভব হয়নি। এ ঘটনার পর পাকিস্তানের নৌবাহিনীর সূত্র জানায়, এ ঘটনাই প্রমাণ করল পাকিস্তানের সেনারা কতখানি দক্ষ। ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।