Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৩ পিএম

ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা বৈশ্বিক উষ্ণতা থেকে তাদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। বাইনিমারামা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে তাদের যতোটা প্রয়োজন ছিল, এখন ঠিক ততোটাই প্রয়োজন। পরের বার বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আলোচনার প্রধানের দায়িত্ব পেয়েছেন বাইনিমারামা। গত শুক্রবার তিনি মরক্কোর মারাক্কেশে জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি ওই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি একটি গুজব। ট্রাম্প ওয়াদা করেছেন, জলবায়ু মোকাবিলায় করণীয় শীর্ষক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেবেন এবং জাতিসংঘের জলবায়ু তহবিলে কোনো অর্থ দেবেন না। বাইনিমারামা যেহেতু পরের বারের জলবায়ু আলোচনার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন, সেহেতু তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন, ট্রাম্প যেন তার ভুল অবস্থান থেকে সরে আসেন। তিনি ট্রাম্পের প্রতি অনুরোধ করেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ দায়ী- এ বিশ্বাসের বিপক্ষে তার যে অবস্থান তা থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। বাইনিমারামা বলেছেন, বিজ্ঞানীদের কাছে পোক্ত প্রমাণ
আছে, জলবায়ু পরিবর্তন মানবসৃষ্ট সমস্যা, যা মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স,এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ