Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটো মহাসচিবের নিশ্চিত আশাবাদ জোটের নেতৃত্ব ট্রাম্পই দেবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩১ পিএম

ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর নেতৃত্ব দেবেন, সে ব্যাপারে তিনি নিশ্চিত। শিগগিরিই ট্রাম্পের সঙ্গে কথা বলার আশা করছেন বলেও জানান স্টলটেনবার্গ। ন্যাটো জোটে কম প্রতিরক্ষা ব্যয় করা মিত্রদেশগুলোকে যুক্তরাষ্ট্রের সুরক্ষা দেওয়া উচিত কিনা তা নিয়ে নির্বাচনী প্রচারকালে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। তার এমন অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র নেটো মিত্রদেশগুলোর সুরক্ষার জন্য তহবিল সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ এমন আশঙ্কা নাকচ করে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখবেন এ ব্যাপারে তিনি (স্টলটেনবার্গ) পুরোপুরি আস্থাশীল। ন্যাটোর পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা চলছে বলে জানান তিনি। স্টলটেনবার্গ বলেন, তিনি ট্রাম্পকে বলবেন ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোকেই তিনি অগ্রাধিকার দেবেন এবং প্রতিটি নেটো সদস্যদেশের সঙ্গেই তিনি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রীদের সমর্থনও পেয়েছেন তিনি। তবে মূল বাধাটা এখনও রয়ে গেছে অর্থমন্ত্রীদের কাছ থেকে। স্টলটেনবার্গ আরও বলেন, উত্তেজনা বাড়ার সময়টিতে যেমন: উত্তর কোরিয়া, আইএস এর হুমকি কিংবা রাশিয়ার ক্রিমিয়া দখলের মত পরিস্থিতিতে আপনাদেরকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ