মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাটোর কাছে আশ্রয় চেয়েছেন জোটটিতে কর্মরত বেশ কয়েকজন বিদ্রোহী তুর্কি কর্মকর্তা। তুরস্কে গত জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর কর্মকর্তারা এ আশ্রয় চাইলেন বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, তুরস্কের ওই কর্মকর্তাদেরকে যেসব দেশে পোস্টিং দেওয়া হয়েছে তারা সে দেশগুলোর কাছেই আশ্রয় চেয়েছেন। কিন্তু কয়জন কর্মকর্তা এ আশ্রয় চেয়েছেন, তাদের নামই বা কি আর কেনই বা তারা এমন অনুরোধ করেছেন সে সম্পর্কে কিছু জানাননি স্টলটেনবার্গ। যে সব দেশের কাছে আশ্রয় চাওয়া হয়েছে তারা আলাদা আলাদাভাবে অনুরোধ বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে বিবিসি। জুলাইয়ে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্ক হাজার হাজার মানুষকে চাকরি থেকে বরখাস্ত করাসহ অনেককেই বন্দি করেছে এবং গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছাড়াও আছে শিক্ষক, পুলিশ, বিচারক এমনকি সাংবাদিকরাও। তুরস্ক সরকার ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনকে দায়ী বলে মনে করে। তবে গুলেন অভ্যুত্থানে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।