Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির বল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০৯ এএম

অসহায়দের সাহায্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বলটি নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। নিলাম থেকে প্রাপ্য অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী সংস্থায়। অ্যাডিডাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাদা ও রূপালী রংয়ের প্রলেপযুক্ত বলটির গায়ে ইংরেজি এবং সিরিলিক লিপিতে ‘শান্তি’ শব্দটি খোদাই করে খেলা থাকবে। ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট- স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের লিভারপুল। ফাইনালটি মূলত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ম্যাচটি প্যারিসে সরিয়ে নেওয়া হয়। এই বল নিয়েই ফটোশ্যূটে রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা -টুইটার

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ