Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা নগর বিএনপির সংহতি মহাসমাবেশ ৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২৯ পিএম

খুলনা ব্যুরো : আগামী ৩ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির পূর্বনির্ধারিত দিনে সম্মেলন আয়োজন বাধাগ্রস্ত করায় ওই দিনটিকে বিএনপির নেতাকর্মীদের সংহতি প্রকাশ দিবস ঘোষণা করে মহাসমাবেশের আয়োজন করবে। মহাসমাবেশে দেশের দক্ষিণাঞ্চলের নির্যাতিত-নিপীড়িত ত্যাগী, কারা নির্যাতিত আন্দোলনকারী বিএনপির দুঃসময়ের সাথীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহŸান জানানো হয়। এর মাধ্যমে খুলনার আসল-নকল বিএনপির চিত্র ফুটে উঠবে বলে সভা মনে করে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ দলের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেয়া হয়Ñ খুলনার দলীয় সমস্যার সমাধান করতে খুলনা বিএনপি আর কখনোই কেন্দ্রের দ্বারস্থ হবে না। খুলনার সব কমিটি খুলনায় বসে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে করতে হবে। ঢাকায় বসে তৈরি কোনো কমিটি খুলনা বিএনপি গ্রহণ করবে না।
সভায় উপস্থিত ছিলেন কেসিসির মেয়র, নগর বিএনপিসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, কাজী মো: রাশেদ, শেখ খায়রুজ্জামান খোকা, শাহজালাল বাবলু, শেখ ইকবাল হোসেন, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অ্যাড: ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ