গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর হালিশহরে স্ত্রী ও তার প্রেমিক মিলে আব্দুল বাতেন ওরফে খোকন (৩৪) নামে একজনকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও প্রেমিক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হালিশহর থানা পুলিশ জানায়, আব্দুল বাতেন নগরীর মধ্য রামপুর কেতুরা মসজিদ বাই লেইনের মাসুদ ম্যানশনের ভাড়াটিয়া আব্দুল মতিনের ছেলে। পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি বাতেনের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) জানান, জেসমিন ও আলাউদ্দিনের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে গেলে বাতেনের সঙ্গে ঝগড়া হয়। কয়েকদিন ধরে ঝগড়ার এক পর্যায়ে জেসমিন ও আলাউদ্দিন মিলে বাতেনকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মতো শুক্রবার রাতে বাতেন ঘুমিয়ে পড়লে জেসমিন আলাউদ্দিনকে খবর দিয়ে বাসায় নেয়। তারপর দু’জন মিলে বাতেনের হাত-পা বেঁধে অÐকোষ চেপে ধরে তাকে খুন করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেফতার করে। এদিকে এ হত্যাকাÐের ঘটনায় বাতেনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।