Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় বাইডেন, জাকারবার্গ-সহ ৯৬৩ জনের প্রবেশ নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ৭:৩৭ পিএম

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বেশ কয়েক জন প্রশাসনিক কর্তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল পুতিন সরকার। যুদ্ধের প্রায় তিন মাসের মাথায় সেই তালিকা আরও দীর্ঘায়িত হল।

সদ্য প্রকাশিত সেই পূর্ণাঙ্গ তালিকায় বাইডেনের পাশাপাশি নাম রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান, আমেরিকার পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের। শুধু আমেরিকাই নয়, রাশিয়ায় ‘প্রবেশে নিষেধাজ্ঞা’র তালিকায় ২৬ জন কানাডার নাগরিকও রয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সেনা অভিযান’ শুরু করেছে রাশিয়া। সেই যুদ্ধে সরাসরি ভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে অংশ না নিলেও রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকার বাইডেন সরকার। আমেরিকায় বসবাসকারী বহু রুশ ধনকুবেরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিল’ করে দেয়া হয়েছে।

শুধু তাই নয়, ইউক্রেনকে সামরিক সাহায্য দিয়েও সহায়তা করছে আমেরিকায়। এরই প্রতিক্রিয়াস্বরূপ ওয়াশিংটনের বিরুদ্ধে নানা পদক্ষেপ করা শুরু করে মস্কো। আগেই বাইডেন, ব্লিঙ্কেন এবং বার্নসের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় সদ্য যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে, তাতে মোট ৯৬৩ জন আমেরিকার নাগরিকের নাম রয়েছে। এ বার তালিকায় জাকারবার্গের নামও যুক্ত হল।

অন্য দিকে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড-সহ একশো জনেরও বেশি কানাডার নাগরিকের বিরুদ্ধে আগেই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়। সেই তালিকায় যুক্ত হল আরও ২৬ জন। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ার ট্রুডো এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েক জন কর্মকর্তা। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ