Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হুমকি মোকাবেলার অঙ্গীকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন জানিয়েছেন, নতুন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলা করা। গতকাল শনিবার তার সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ডেপুটি প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা উপদেষ্টা চো তায়ে-ইয়ংকে উদ্ধৃত করে ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত এ নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে তিনি কাজ করছেন। উভয় দেশের সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। নবনির্বাচিত ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চো। ওয়াশিংটনে ফ্লিনের সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চো। সম্প্রতি উত্তর কোরিয়া চলতি বছর তাদের চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে বদ্ধপরিকর। ৯ সেপ্টেম্বর সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেয়ার পক্ষে। যদি না সিউল খরচের একটা বিরাট অংশ বহন করেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ