বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে কর্তৃপক্ষ। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মোশফফিকুর রহমান জানান, গত ১৫ মে নগরীর ছোট মির্জাপুরের একটি বাড়ির নীচতলায় বিএল কলেজের এক শিক্ষার্থীকে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদ ধর্ষণ করেন-এই মর্মে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছে। পলাতক থাকা এবং মামলার আসামি হওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান এলাকার সিসি ক্যামেরায় ফুটেজ থেকে পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ এবং ছাত্রীটি ঐ বাড়ীতে একত্রে যাওয়া এবং অনেক পরে বের হয়ে আসার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রীটি এর আগেও পিবিআই অফিসে মাসুদের সাথে দেখা করেছিল।
এদিকে, ধর্ষণের ঘটনার পর ওই বাসাটি ভাড়া নেয়া আবু হেনা মুক্তি ও সাবলেট নেয়া জাকির পলাতক রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।