Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বন্ধুদের উপর নজর রাখেন ইলন মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ৯:০০ পিএম

চলতি মাসেই ভুয়া অ্যাকাউন্টের সমস্যার কথা বলে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন তিনি। এ বার সেই ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধেই বেনামী অ্যাকাউন্টের অভিযোগ উঠল।

পুণের তথ্যপ্রযুক্তি বিশারদ প্রণয় পাথোলের দাবি, মাস্ক তার একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা জানিয়েছেন। প্রণয়ের ওই দাবির পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

গোপন অ্যাকাউন্টের সাহায্যে টেস্‌লা-কর্ণধার তার পরিচিত কয়েক জনের উপর নজরদারি করছেন বলেও মাস্ক মেনে নিয়েছেন বলে প্রণয়ের দাবি!

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মাস্কের বিরুদ্ধে তাঁরই সংস্থা স্পেস এক্সের এক মহিলা কর্মীকে যৌন লাঞ্ছনার অভিযোগ উঠেছিল। এর পর টুইটারে টেসলার কর্মখালির বিজ্ঞাপন দিয়ে ‘ট্রোলড হয়েছেন তিনি। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ