Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচন

বৈঠক করলেন বিজেপি নেতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১২:০৪ এএম

ভারতের রাজ্যসভা নির্বাচন এবং দুই মাস পর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বৈঠক করেছেন বিজেপি নেতারা। সোমবার চার ঘণ্টা ধরে বৈঠক করেছেন অমিত শাহ, জেপি নাড্ডাসহ বিজেপির শীর্ষ নেতারা। এনডিটিভি জানিয়েছে, বিজেপি-নেতৃত্বাধীন জোট এবং বিরোধীরা উভয় পক্ষই ভারতের নতুন প্রেসিডেন্টের জন্য তাদের নিজস্ব প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করেছে। এই নির্বাচন প্রতিফলিত করবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ১০ জুন রাজ্যসভার ৫৭টি আসনের জন্য মনোনয়ন শুরু হবে। তার দুই মাস পরেই প্রেসিডেন্ট নির্বাচন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বিজেপি নেতারা বৈঠক করেন। রাজ্যসভার নির্বাচনেরও প্রভাব পড়বে প্রেসিডেন্ট নির্বাচনের ওপর। ভারতের বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৫ জুলাই। বিরোধীরা এখনো প্রেসিডেন্টের জন্য একটি যৌথ প্রার্থী ঘোষণা করতে পারেনি এবং ঐকমত্য গড়ে তোলার জন্য বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর এবং মহারাষ্ট্রের নেতা শারদ পাওয়ার। সমস্ত সংসদ সদস্য এবং বিধায়কের ভোটের মধ্যে ৪৮.৯ শতাংশ রয়েছে বিজেপি জোটের দখলে। বিরোধী দল ও অন্যান্য দলগুলোর ভোট ৫১.১ শতাংশ। তাদের প্রার্থীকে সমর্থন করার জন্য বিজেপির কেবল ২ শতাংশ সমর্থন দরকার। ঊড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়কের বিজেডি (বিজু জনতা দল) বা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেলেই তারা উতরে যাবে প্রেসিডেন্ট নির্বাচনে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ