Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক-গ্রিস প্রস্তাবিত আলোচনা বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১২:০৪ এএম

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসর উপর বেজায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি জানিয়ে দিয়েছেন, তুরস্ক-গ্রিসের প্রস্তাবিত আলোচনাও বাতিল। মিতসোতাকিস ওয়াশিংটনে তুরস্কের নাম না করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন তাদের অস্ত্র না বিক্রি করে। তারপরই প্রচÐ রেগে গিয়ে এরদোগান জানিয়ে দিয়েছেন, গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে তিনি আর কখনো আলোচনায় বসবেন না। এরদোগান দাবি, মিতসোতাকিস যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন, তারা যেন তুরস্ককে এফ ১৬ যুদ্ধবিমান বিক্রি না করে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের তুরস্ক-বিরোধী মুসলিম ধর্মীয় নেতার সাথেও দেখা করেছেন। এরদোগান জানিয়েছেন, এই বছর গ্রিসের সাথে কৌশলগত বৈঠক হওয়ার কথা ছিল তুরস্কের। কিন্তু আমার বইয়ে মিতসোতাকিস নামে কোনো অধ্যায় আর নেই। আমি কখনোই এমন কোনো রাজনীতিকের সাথে বৈঠক করব না, যিনি প্রতিশ্রুতি পালন করেন না। গত ১৭ মে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন মিতসোতাকিস। সেখানে তিনি যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিয়ে বলেছেন, ইউক্রেন-সংকট চলছে। এখন নতুন করে যুক্তরাষ্ট্র যেন কোনো অস্থিরতা তৈরি না করে। তিনি জানিয়েছেন, ন্যাটোর দক্ষিণ-পূর্ব প্রান্তে কোনোরকম অস্থিরতা হোক, সেটা ন্যাটো চায় না। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা পূর্ব ভ‚মধ্যসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন। এরদোগানের দাবি, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে আমরা কেউই কোনো তৃতীয় পক্ষের দ্বারস্থ হব না। তা সত্তে¡ও গ্রিসের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র গিয়ে, কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে আমাদের এফ ১৬ না দেয়ার অনুরোধ করলেন। তুরস্ক ২০১৯ সালে যুক্তরাষ্ট্রর কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান এবং রাশ্য়িার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কথা জানিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনলে তারা এফ-৩৫ দেবে না। তখন এরদোয়ান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা পুরনো এফ-১৬-র জায়গায় নতুন প্রযুক্তির এফ-১৬ চায়। গ্রিসের সরকারি মুখপাত্র জানিয়েছেন, তারা তুরস্কের সাথে কথার লড়াইয়ে নামবেন না। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ