Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরালার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ৯:৩৫ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ভারতের গোকুলাম কেরালা’র বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কলকাতার সল্টলেকে বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচে মোহনবাগানের কাছে বড় হারে এএফসি কাপের গ্রুপ পর্ব পেরিয়ে আন্ত:সেমিফাইনাল প্লে-অফে যাওয়ার স্বপ্নটা ফিকে হয়ে গেছে বসুন্ধরা কিংসের। প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের এটিকে মোহনবাগানের কাছে কিংসরা হেরেছে ৪-০ গোলে। তবে কেরালার বিপক্ষে শেষ ম্যাচে ভাল কিছু পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। সোমবার তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন এমনটাই জানান। তার কথায়, ‘গত ম্যাচটা (মোহনবাগান) একটা দুঃস্বপ্নের মতো কেটেছে। গত দিনটা খুব খারাপ গেছে স্বাভাবিকভাবেই। মনে হচ্ছিল আমরা যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। তবে এটাই ফুটবল। এখন আমাদের ফাইনাল দিনের জন্য প্রস্তুত হতে হবে। ছেলেরা প্রস্তুত একটা ভাল ম্যাচ খেলে মিশন শেষ করতে। এখানে সবার সুযোগ আছে। আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই। ফুটবল নিয়ে কাজ করার খুব বেশি কিছু নেই। মানসিক প্রস্তুতিটাই আমাদের অনেক বড় এবং চ্যালেঞ্জিং।’ প্রতিপক্ষ কেরালাকে নিয়ে অস্কার বলেন, ‘গোকুলাম খুব সংঘবদ্ধ একটি দল। তবে তাদের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। আমার ছেলেরা মানসিকভাবে প্রস্তুত আছে ভালো খেলা উপহার দেওয়ার জন্য।’

বসুন্ধরার অধিনায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো বলেন, ‘গোকুলাম কাউন্টার অ্যাটাকে খুব ভাল। তবে আমরাও ভাল দল। চেষ্টা করবো আগের ম্যাচের মতো কোন ভুল না করে এই ম্যাচটা শেষ করতে।’ গোকুলাম কেরালার কোচ ভিনসেনজো আলবার্তো বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়দের চুক্তি ৩১ মে শেষ হয়ে যাবে। তাই এটা তাদের জন্য ফাইনাল ম্যাচ। তারা নিশ্চয় চাইবে শেষটা জয় দিয়ে রাঙাতে। আমার বিশ্বাস ছেলেরা শতভাগ দিবে, ক্লাবের জন্য, আমার জন্য এবং নিজেদের জন্য।’ তিনি যোগ করেন, ‘এই টুর্নামেন্টের দলগুলো প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতেছে। মোহনবাগানকে গোকুলাম হারিয়েছে, গোকুলামকে হারিয়েছে মাজিয়া এবং মাজিয়া হেরেছে বসুন্ধরা কিংসের বিপক্ষে। তবে বসুন্ধরা কিংস খানিকটা শারীরিক শক্তি প্রয়োগ করে ফুটবল খেলে। তাছাড়া তৃতীয়বারের মতো তারা এএফসি কাপে খেলছে। অভিজ্ঞতায় অবশ্যই আমাদের চেয়ে এগিয়ে। এটা ঠিক যে তারা মোহনবাগানের কাছে বড় ব্যবধানে (৪-০) হেরেছে। তবে ওই হার দিয়ে বসুন্ধরার শক্তি বিচার করলে ভুল হবে। হিসেব-নিকেশ নিয়ে মোটেই ভাবছি না। মোট কথা আমরা আমাদের সেরাটা দিয়ে মৌসুমটা জয়ে শেষ করতে চাইবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ