Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সংসার-বিয়ে কোনোটিতেই থিতু হতে পারছেন না প্রভা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৩ এএম

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা যেন সংসার-প্রেম কোনোটাতেই থিতু হতে পারছেন না। সংসার যেমন ভাঙছে, প্রেমও ভাঙছে। গত কয়েক মাস ধরে সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে তার প্রেমের গুঞ্জণ শোনা যাচ্ছে। প্রভাকে তাদের একসঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এ থেকে ধারণা করা হয়েছিল, তারা দুজন প্রেমে জড়িয়েছেন। যদিও প্রভা বরাবরই এ সম্পর্ককে বন্ধুত্বের বলে অভিহিত করে আসছেন। তবে তাদের সম্পর্ক যে নিছক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা নয়। কারণ, সম্প্রতি ফেসবুকে প্রভার কিছু স্ট্যাটাস তাদের প্রেমের সম্পর্ককেই ইঙ্গিত করছে। এসব স্ট্যাটাসে প্রভার দুঃখ-বেদনার কথা ফুটে উঠেছে। এ থেকে অনেকে ধারণা করছেন, প্রভা ও ইমরানের সম্পর্কের ইতি ঘটেছে। এক স্ট্যাটাসে প্রভা লিখেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে।’ আরেক স্ট্যাটাসে লিখেছেন, ‘কখনো খেয়াল করেছ, একটা বিচ্ছেদের পর, সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায়। আর প্রতারক মানুষটি ততক্ষণে আরেকটি স¤পর্কে জড়িয়ে পড়ে।’ তার এ ধরনের স্ট্যাটাস থেকে অনেকে বলছেন, আবারও প্রভার প্রেমের সম্পর্কটি টিকল না। উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তার বিয়ে হয়। এরপর তার সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়লে অপূর্বর সঙ্গে তার সংসার ভেঙে যায়। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকে ছিল ২০১৪ সাল পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসার-বিয়ে কোনোটিতেই থিতু হতে পারছেন না প্রভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ