বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা সহ অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে বর্মান সরকার সঠিক লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা নদীমাতৃক বাংলাদেশের অতীত ঐতিহ্যকে ধরে রাখতে চাই। আর নদ-নদীর প্রবাহ ঠিক রাখতেই বরিশাল সহ দেশের ৫টি স্থানে ড্রেজার বেইজ স্থাপন করা হচ্ছে।তিনি বলেন, ‘প্রাচ্যের ভেনিস’ খ্যাত বরিশাল এখন আগের জায়গায় নাই। এখানকার নদীনালা খালগুলো পুনরুদ্ধার করতে হবে। তিনি সোমবার বরিশালে কির্নখোলা নসদী তীরে ড্রেজার বেজ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষন দিচ্ছিলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বরিশালে অত্যাধুনিক নদী বন্দর স্থাপন সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য বন্দরগুলোর আধুনিকায়ন করা হবে। প্রশিক্ষিত জনবল ও নিরাপদ নৌযানের মাধ্যমে নৌঝুঁকি ধীরে ধীরে শূণ্যের কোঠায় নিয়ে আসার কথাও বলেন তিনি। তিনি বলেন, নদীর দখল ও দূষণ নিয়ে দেশের ১৭ কোটি মানুষ এখন কথা বলে- এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সফলতা । আমরা মানুষকে দখল ও দূষণ সম্পর্কে সচেতনতা করতে পেরেছি। নদীর দখল ও দূষণকে চিহ্নিত করে নদীর জায়গা নদীর কাছে ফিরিয়ে দেব।
খালিদ মাহমুদ চৌধুরী বরেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। নৌপথ খননের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে উল্রেলখ করে তিনি বলেন, আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যকম চলমান রয়েছে। দুটি উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১বছর দেশের কোন উন্নয়ন হয়নি ।তিনি বলেন, গত ৪০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেকগুণ বেশি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ বছরের শাসন আমলে। বঙ্গবন্ধুর রক্তের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
প্রতিমন্ত্রী আজ বরিশালে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক-বিএন’এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেমনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো.ইউনুস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো.ওয়াহিদুর রহমান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার মো.এনামুল হক, পুলিশ সুপার মো.মারুফ হোসেন ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি’র কষ্ট হচ্ছে কেন বাংলাদেশ শ্রীলংকা, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়ার মতো মতো হচ্ছেনা ? তাদের মনের চিন্তা বাংলাদেশ দুর্ভিক্ষপীড়িত দেশ হবে। তাদের কাজ আতংক সৃষ্টি করা। তারা বাংলার মানুষকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করছে । এসব ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকারও আহবান জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১শ বছরের পরিকল্পনা নিয়ে ডেল্টা প্লান হাতে নিয়েছেন। এ প্রকল্পে ব্যায় হবে ১৪শ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, দ্রুত ও স্বল্প সময়ে বিআইডব্লিউটিএ'র ড্রেজারসমূহ মেরামত, সংরক্ষণ ও অপারেশনাল সহায়তার লক্ষ্যে সরকার দেশে পাঁচটি 'ড্রেজার বেইজ' স্থাপন করছে। ২০১৮ সালের নভেম্বরে বরিশাল ড্রেজার বেইজ-এর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে নির্ত এ ড্রেজার বেইজে ছয়তলা অফিস ভবন, পাঁচতলা স্টাফ ডরমেটরি ও মসজিদ সহ বিভিন্ন অবকাঠামো নির্ত হয়েছে। বরিশালের ড্রেজার বেইজটি থেকে সমগ্র দক্ষিণাঞ্চলের নৌপথ খনন সহ তদারকি সহজতর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।