Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হা‌সিনার প‌রিকল্পনা দেশ‌কে দা‌রিদ্রমুক্ত করা ------প্রা‌ণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল ক‌রিম

না‌জিরপুর (‌পি‌রোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ৪:৩০ পিএম

 

শেখ হা‌সিনা ভাল থাক‌লে আপনারা ভাল থাক‌বেন,তি‌নি প্রধানমন্ত্রী বিধায় আ‌মি আজ মন্ত্রী আর তাই আপনারা এ সাহায‌্য সহ‌যোগীতা পা‌চ্ছেন, দে‌শে একজনও ভূ‌মিহীন থাক‌বেনা আমরা য‌দি দালা‌নে থা‌কি আপনানারও দালা‌নে থাক‌বেন, দে‌শে কোন গ‌রিব শব্দ থাক‌বে না, আপনারা এই হাসঁ, মুরগী ভেড়া পালন ক‌রে সাবল‌ম্বি হ‌বেন, কা‌রো উপর নির্ভর থাক‌বেন না, শেখ হা‌সিনার প‌রিকল্পনা দেশ‌কে দা‌রিদ্র মুক্ত করা।

সোমবার (২৩ মে ) সকাল ১০ টায় না‌জিরপুর উপ‌জেলা কৃষি প্রশিক্ষণ হলরু‌মে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবাদুল্লাহ সাদী‌দের সভাপ‌ত্বি‌ত্বে উপ‌জেলা প্রা‌নি সম্পদ কর্মকর্তা মোঃ ত‌রিকুল ইসলা‌মের সঞ্চালনায় উপকু‌লীয় চরঅঞ্চ‌লে সম‌ন্বিত প্রা‌নি সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফল‌ভোগী‌দের মা‌ঝে উপকরণ ‌বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন, এসময় উপ‌জেলার ৪ হাজার ৫ শত ৫৪ জন উপকার‌ভোগী প‌রিবা‌রের মা‌ঝে হাসঁ, মুরগীর ঘর সহ ২০ টি হাসঁ ২০ টি মুরগী ৩ টি ভেড়া ও ৯ টি ইউ‌নিয়‌নে একজন‌ ক‌রে ৫০ টি কবুতর বিতরণ করা হয়।

এসময় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বিভাগীয় প্রা‌ণি সম্পদ অ‌ধিদপ্তরের বিভাগীয় প‌রিচালক ডাঃ মো আব্দুস সবুর, না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান অমূল‌্য রঞ্জন হালদার, জেলা প্রা‌নি সম্পদ কর্মকর্তা তরুন কুমার সিকদার,
এছাড়া আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম‌্যান শেখ মোস্তা‌ফিজুর রহমান রঞ্জু ও শাহ‌রিয়ার ফের‌দৌস রুনা, ইউ‌পি চেয়ারম‌্যান আ‌তিয়ার রহমান চৌধুরী নান্নু, সা‌বেক জেলা প‌রিষদ সদস‌্য সুলতান মাহমুদ খান, তি‌মির হালদার তু‌হিন প্রমূখ।

প‌রে সকাল ১১ টায় উপ‌জেলার মা‌লিখালী ইউ‌নিয়‌নের লড়া মাধ‌্যমিক বিদ‌্যায়‌লে ২৯ তম বা‌র্ষিক
ক্রীড়া প্রতি‌যোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত থে‌কে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ