Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুল্ক গোয়েন্দা অধিদফতরের নতুন ডিজি মোবেরা খানম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১০:২০ এএম | আপডেট : ১০:২০ এএম, ২৩ মে, ২০২২

শুল্ক গোয়েন্দা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাস্টমস আইসিডির কমিশনার বেগম মোবেরা খানম।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন শাখার-১ দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের বর্তমান মহাপরিচালক ড. মো. আব্দুর রউফকে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্ত কমিশনার ড. এ. কে. এম নুরুজ্জামানকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটেরের কমিশনার (চলতি দায়িত্ব) মুহাম্মদ জাকির হোসেনকে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটেরের কমিশনার (চলতি দায়িত্ব) এবং খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটেরের কমিশনার (চলতি দায়িত্ব) মো. সামছুল ইসলামকে কাস্টমস হাউজ আইসিডির কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবেরা খানম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ