Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনার জুতা’ ভাগাভাগি করলেন সালাহ ও সনে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ৬:১৫ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘সোনার জুতা’ ভাগাভাগি করলেন সালাহ ও সনে! সোনার জুতা জেতার লড়াইয়ে এগিয়ে ছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও টটেনহামের ফরোয়ার্ড সন হিউং মিন।

শেষ দিনের নাটকীয়তায় সমান ২৩ গোল করে নিয়ে এই পুরস্কার ভাগাভাগি করে নেন তাঁরা। লিগের শেষ রাউন্ডে সালাহ ২২ এবং সন ২১ গোল নিয়ে মাঠে নামেন। নরউইচ সিটিকে ৫-০ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেন সন।

এর আগে একবারই 'সোনার জুতা' জিতেছিলেন মোহাম্মদ সালাহ। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে রেকর্ড ৩২ গোল করেন মিশরীয় এই ফরোয়ার্ড। তবে প্রথমবারের মতো যৌথভাবে জিতলেন সন। ১৮ গোল নিয়ে তৃতীয় অবস্থানে ইউনাইটেডের ক্রিস্তিয়ানো রোনালদো। গত মৌসুমে জেতা হ্যারি কেন এবার ১৭ গোল নিয়ে চতুর্থ স্থানে। ১৬ গোল নিয়ে লিভারপুলের সাদিও মানে পাঁচে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ