Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যের প্রতিশ্রুতি, অস্ট্রেলিয়ার আবহাওয়া নীতিতে পরিবর্তনের ঘোষণা আলবানিজের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার আবহাওয়া নীতিতে পরিবর্তন এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় শনিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল-ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসনকে হারিয়ে জয় পান লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। গত তিন বছর ধরে অস্ট্রেলিয়ার বনাঞ্চলে একের পর এক দাবানল এবং বন্যা দেখা দেওয়ায় এবারের নির্বাচনে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনে জয়লাভের পরপরই বিবিসির শাইমা খলিলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্থনি আলবানিজ বলেন, আমাদের কাছে এখন অস্ট্রেলিয়ায় আবহাওয়া যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে। কার্বন নির্গমন কমিয়ে আনতে তিনি আরো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। ৫৯ বছর বয়সী এ নেতা কয়লা ব্যবহার বন্ধ বা নতুন কয়লা খনি চালু না কারার আহ্বান প্রত্যাখান করেছেন। কোয়াড সম্মেলনে অংশ নিতে সোমবার শপথ নেওয়ার পরপরই জাপানের রাজধানী টোকিওতে যাবেন অ্যন্থনি আলবানিজ। সেখানে তিনি ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। সম্মেলনে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এ নেতা। রোববার সংবাদিকদের তিনি বলেন, অবশ্যই কোয়াড নেতাদের সম্মেলনকে আমরা অগ্রাধিকার দেব। এর মাধ্যমে আমরা বিশ্বকে এটি জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় সরকারের পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া নীতিতে পরিবর্তন আসছে। আমি বুধবার দেশে ফিরেই কাজে লেগে যাবো। অপরদিকে, অস্ট্রেলিয়ার জনগণ প্রায় এক দশক পর বামপন্থী লেবার পার্টিকে ক্ষমতায় আনলো। শনিবার দেশটির সাধারণ নির্বাচনে দলটি থেকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে জনগণকে ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্থনি আলবানিজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে আলবেনিজ বলেন, ‘তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে।’ তবে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। নতুন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাম নেতাদের সাথে জনগণের একটা ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া সামাজিক পরিষেবাগুলোতে বিনিয়োগ এবং আবহাওয়া যুদ্ধের অবসানেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আংশিক ফলাফল অনুসারে লেবার পার্টি এখন পর্যন্ত ৭২টি আসন পেয়েছে। দেশটির সংসদে নিম্নকক্ষে আসন সংখ্যা ১৫১টি। আর চারটি আসন পেলেই নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে লেবার পার্টি। এই ফলাফলের কারণে দেশটিতে ৯ বছরের রক্ষণশীলদের শাসনের অবসান হতে যাচ্ছে। জনগণ মধ্য-বাম ঘরানার বিরোধী দলের পক্ষেই গেছে। এই শিবিরের পক্ষ থেকে আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ