Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০৩ এএম

ইসরাইলে মাঙ্কিপক্স আক্রান্ত শনাক্ত হয়েছে। শনিবার দেশটির একটি হাসপাতালের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ইউরোপ ও উত্তর আমেরিকায় রোগটির সংক্রমণ ছড়ানোর খবরের মধ্যে ইসরাইলেও তা শনাক্ত হলো। তেল আবিবের ইচিলভ হাসপাতালে এক মুখপাত্র এএফপিকে জানান, সম্প্রতি পশ্চিম ইউরোপ থেকে ফেরা ৩০ বছর বয়সী এক ব্যক্তির মাংকিপক্সে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। পরীক্ষায় পজিটিভ এসেছে। শুক্রবার ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ওই ব্যক্তি বিদেশে মাংকিপক্সে আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। উপসর্গ মৃদু এবং হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাণীবাহিত এই ভাইরাল রোগে আক্রান্ত হলে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। তবে এতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিরল। এতদিন পর্যন্ত রোগটির বিস্তার ছিল মধ্য ও পশ্চিম আফ্রিকায়। গত কয়েক সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে মাংকিপক্সে আক্রান্ত শনাক্ত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে রোগটি বিভিন্ন দেশে হয়ত ছড়িয়ে পড়ছে। এই রোগের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথ্যা, চিকেনপক্সের মতো হাতে ও মুখে র‌্যাশ, ঠান্ডা ও ক্লান্তি। আক্রান্ত ব্যক্তির ক্ষতের সংস্পর্শ বা ড্রপলেট, বিছানার সামগ্রী, টাওয়াল ব্যবহারে ভাইরাসটি সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাংকিপক্সে আক্রান্তরা সাধারণত দুই থেকে চার সপ্তাহে সুস্থ হয়ে যান। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ