মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নিয়োগকৃত প্রতিনিধি জর্জি মুরাদভ বলেছেন, ইউক্রেন তার বর্তমান আকারে বিদ্যমান থাকার সম্ভাবনা নেই। হয়তোবা এ দেশটি একটি ফেডারেশনে পরিণত হতে পারে। রোববার জর্জি মুরাদভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরআইএ একথা জানায়। জর্জি মুরাদভ বলেন, ‘যে দেশের আত্মসম্মান বোধ রয়েছে তারা কখনোই প্রতিবেশি দেশ নিজ নাগরিকদের অধিকার লংঘনের বিষয়টি সহ্য করবে না। ইউক্রেন হামলার ক্ষেত্রে প্রায় সময় রাশিয়াকে এ ধরনের কথা বলতে শোনা গেছে। আল-জাজিরা এ খবর জানায়। অপরদিকে, ৯৬৩ মার্কিনির জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা। আছেন অভিনেতা মরগ্যান ফ্রিম্যানও। রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ মনোভাবের জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অনেকটাই প্রতীকী। ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তার জবাব দেয়ার চেষ্টা করছে দেশটি। শুধু যুক্তরাষ্ট্র নয়, আলাদা একটি ঘোষণায় ২৬ কানাডীয়কেও নিষেধাজ্ঞার আওতায় আনার কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরা,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।