মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মুতে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে নির্মাণাধীন একটি টানেল ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা ওই লাশ খুঁজে পান। নিহতদের মধ্যে ৫ জন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের, ২ জন ভারতের প্রতিবেশী দেশ নেপালের নাগরিক, ১ জন আসাম রাজ্যের এবং বাকি ২ জন জম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। এর আগে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের রাম্বান জেলায় এই দুর্ঘটনা ঘটে। পরে দীর্ঘ ৩৬ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতেরা টানেলটিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। আল-জাজিরা।
সাড়া নেই
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনার টিকা সরবরাহের প্রস্তাবে কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন। চলতি মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। দেশটির প্রায় ২৫ লাখ মানুষ ‘জ্বরে’ আক্রান্ত হয়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া সরকার। করোনার টিকার অপর্যাপ্ততা এবং শনাক্ত পরীক্ষা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় ধারণা করা হচ্ছে দেশটিতে বিপুল সংখ্যক মানুষ মহামারি আক্রান্ত হতে পারে। সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ‘আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও টিকার প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে সরবরাহ করতে প্রস্তুত রয়েছি। আমরা কোন প্রতিক্রিয়া পাইনি।’ রয়টার্স।
যৌন হয়রানি
ইনকিলাব ডেস্ক : এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশ্বের সবচেয়ে আলোচিত ধনী ব্যক্তি ও টেসলার প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে। এই ঘটনা চেপে যেতে স্পেসএক্স ভুক্তভোগী ওই নারীকে আড়াই লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে, স্পেসএক্সের করপোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তি ভিত্তিতে কাজ করতে ওই বিমানবালা। তার দাবি, ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন মাস্ক তার সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে কুপ্রস্তাব দেন। যদিও আদালতের বাইরে বিষয়টি সমাধানের সময় সংস্থাটি তাকে দিয়ে নন-ডিসক্লোজারে স্বাক্ষর করিয়ে নেয়। ঘটনাটি ২০১৬ সালের হলেও ওই বিমানবালাকে টাকা দেয়া হয় ২০১৮ সালে। বিজনেস ইনসাইডার।
ফ্রান্সে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন। ফরাসি উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফরাসি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এএফপি।
জাপানে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় রোববার বেলা ১২টা ২৪ মিনিটে জাপানের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ফুকুশিমা এবং অন্যান্য এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার। ওই ভূমিকম্পটি থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
জাপান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।