Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০তে টেস্টের ব্যাটিং মানতে পারছেন না মাশরাফি

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হারই তাহলে নিয়তি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের!
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১২২/৫ (২০.০ ওভারে)
রংপুর রাইডার্স : ১২৬/১ (১৭.০ ওভারে)
ফল : রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী।
স্টেডিয়ামের বাইরে হকাররা জার্সির যে পসরা সাজিয়ে করছে তা বিক্রি, সেখানে চিটাগাং ভাইকিংসের জার্সি এবং পতাকার সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি এবং পতাকা বিক্রির হিড়িক। আঞ্চলিকতার টানে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালির যারা থাকেন চট্টগ্রামে, তারা তো বটেই  চট্টগ্রামবাসীরাও কুমিল্লার সমর্থক! কিন্তু দর্শকের এই সমর্থনেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিরতে পারেনি ছন্দে। হারটাই যেনো চলমান আসরে নিয়তি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।   ঢাকায় ৪ ম্যাচ হেরে মুষড়ে পড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রামেও যথারীতি হারের বৃত্তে! বরং ব্যর্থতার বৃত্তে থাকা কুমিল্লার গতকাল ৯ উইকেটে হার দলের সামর্থ নিয়ে তুলেছে প্রশ্ন।
যে মাঠে দিনের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংস বইয়ে দিয়েছে রান বন্যাÑতাদের ১৯০’র জবাবে রাজশাহী থেমেছে ১৭১এ। সেই মাঠেই রাতে ফ্লাড লাইটের আলোয় অনুজ্জ্বল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং! ব্যাটিং পাওয়ার প্লে পর্বে ২১/১ স্কোরে শুরুতে খেয়েছে ধাক্কাÑসেই ধাক্কা সামাল দিয়ে প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ দিতে পারেনি কুমিল্লা। বড়ই আত্মকেন্দ্রিক ব্যাটিং করেছেন এদিন পাকিস্তানী আহমেদ শেহজাদ এবং উইন্ডিজ টি-২০ তারকা মারলন স্যামুয়েলস! দু’জনেই করেছেন ফিফটি, ওই ফিফটিতেও সমালোচিত তারা। টুয়েন্টি-২০ ক্যারিয়ারে দেড়শ’ তম ম্যাচে  শেহজাদ ২৪তম ফিফটিতে (৫২) খেলেছেন ৪২টি বল, সেখানে একই স্কোরে স্যামুয়েলসের লেগেছে ৪৬টি বল! তাদের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে রংপুর রাইডার্স ফিল্ডাররা পর্যন্ত হেসেই খুন। হাত ভর্তি উইকেট রেখেও ইনিংসের শেষ ওভারে রুবেলের বলে ৪ রানের বেশি নিতে পারেনি কুমিল্লা। শেষ ২টি বলে রুবেল পেয়েছেন ২ উইকেট।
১২২/৫’র জবাব দিতে মোটেও বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সকে। ইনিংসের তৃতীয় বলে নাবিল সামাদকে বাউন্ডারি মেরে, ৫ম বলে ছক্কায় শুরু রংপুরের। পাওয়ার প্লে’র ৬ ওভারে কাজটা এগিয়ে রেখেছে তারা (৪২/১)। মাশরাফির ৪র্থ বলে মিড উইকেটে সৌম্য ক্যাচ দেয়ার পর আর উইকেট হারায়নি রপুর। ২য় জুটির অবিচ্চিন্ন ৯৭ রানে ১৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। এতো বড় জয় সম্ভব হয়েছে রংপুর রাইডার্সের আফগান ওপেনার শাহজাদের ৪৯ বলে ২ চার ৩ ছক্কায় হার না মানা ৫১ এবং ৩৯ বলে মিঠুনের ১ চার ৩ ছক্কায় ৪৫ রানের নট আউট ইনিংসে।
এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি কুমিল্লা, ৫ ম্যাচের সব ক’টিতে হার। সেখানে রংপুর রাইডার্স ৫ ম্যাচে ৪ জয়ে শেষ ৪’র স্বপ্ন দেখছে। গতকাল এভাবে আত্মসমর্পনে সেট ব্যাটসম্যান স্যামুয়েলস, শেহজাদের ব্যাটিংকে দাঁড় করিয়েছেন মাশরাফি কাঠগড়ায়Ñ ‘উইকেট যেমনই হোক ১০ ওভারে ৪৫ রানের পর হাতে আট উইকেট রেখে ব্যাটসম্যানদের মারতেই হবে। আমি জানি না আসলে মাঠের ভেতর কি হয়েছিল।  টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করলে লো স্কোরিং হবে, এটাই স্বাভাবিক। দিনের বেলায় দেখে মনে হচ্ছিলো রাতে বেলা এই উইকেট দুশ’ করা সহজ হবে এখানে। আমাদের হাতে যখন আট উইকেট তখন র হাত খুলে মারা উচিত ছিল আমাদের। ১০ ওভার শেষে আমাদের রান যখন ৪৪, তখন অবশ্যই আমাদের অলআউট খেলা উচিত ছিল।’  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ