Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্ঞানবাপী মসজিদ বিতর্কে গ্রেফতার অধ্যাপক জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ৯:১১ পিএম

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রতনলাল জামিন পেলেন। শনিবার দিল্লির তিসহাজারি আদালত তার জামিন মঞ্জুর করে। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আদালত নির্দেশিত সমীক্ষা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে তিনি সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন। যেটা ‘আপত্তিকর’ হিসাবে দাবি করে পুলিশে অভিযোগ দায়ের হয়।

শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবারই জামিন পেলেন তিনি। অধ্যাপক রতনলাল জামিন পেলেও আদালত তাকে ভবিষ্যতে শিবলিঙ্গ সংক্রান্ত কোনও পোস্ট বা স্পর্শকাতর সাক্ষাৎকার শেয়ার করতে বারণ করেছে। মঙ্গলবার রাতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের ইতিহাসের শিক্ষক রতনলালের বিরুদ্ধে আইনজীবী বিনীত জিন্দলের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। অভিযোগপত্রে লেখা হয়, ‘অধ্যাপক লাল শিবলিঙ্গ নিয়ে একটি আপত্তিকর, প্ররোচনামূলক টুইট করেছেন।’

শনিবার দিল্লির বামপন্থী ছাত্র সংগঠন আইসা-র কর্মী সমর্থকেরা হিন্দু কলেজের অ্যাসোসিয়েট প্রোফেসরের অন্যায় গ্রেফতারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। প্রসঙ্গত, অভিযুক্ত অধ্যাপক জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়ার হিন্দুত্ববাদীদের দাবির প্রেক্ষিতে কিছু প্রশ্ন তুলেছিলেন।

পাশাপাশি জানিয়েছিলেন, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে শিক্ষাগত ব্যাপ্তির প্রয়োজন হয়, তা একমাত্র শিক্ষাবিদ কিংবা শিক্ষার্থীদের কাছ থেকেই তিনি প্রত্যাশা করেন। এই পোস্ট নিয়েই প্রশ্ন তুলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, এবং তিনি গ্রেফতার হন। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ