Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হলো ‘স্টোরি টাইম : পড়তে পড়তে বড় হই’ কর্মসূচি

ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

‘পড়তে পড়তে বড় হই’ সেøাগান নিয়ে শিশু একাডেমির সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল অতি সম্প্রতি দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উদ্বোধন করেছে ‘স্টোরি টাইম’ শীর্ষক পাঠ উন্নয়ন কর্মসূচির। দেশের ৬৪ জেলায় বাংলাদেশ শিশু একাডেমি গ্রন্থাগার থেকে সব শিশুরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে এবং দেশের ২০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
ব্রিটিশ কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের মধ্যে বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই বই পড়ার অভ্যাস গড়ে তোলা ‘স্টোরি টাইমের’ মূল উদ্দেশ্য। বই নির্বাচনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আলাদা দুই সেট বই থাকবে। প্রত্যেক সদস্যকে এ সংগ্রহশালা থেকে ছয়টি করে বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা কি শিখল সেটা যাতে রেকর্ড করে রাখতে পারে, এজন্য তাদের একটি লগবই ও পোস্টার দেয়া হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ছয়টি বই পড়ে শেষ করে তাদের লগবই জমা দেয়ার পর সনদ ও পুরস্কার পাবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সবগুলো বই পড়ে শেষ করে একটি মূল্যায়ণ পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিটি দল ও প্রতিটি জেলা থেকে তিনজন সেরা পড়ুয়া প্রথম রাউন্ডে নির্বাচিত হবে। জেলা দলের সেরা পড়ুয়া জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নিবন্ধনের শেষ সময় এ বছর নভেম্বর মাসের শেষ পর্যন্ত।  
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি ‘স্টোরি টাইম’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আগ্রহী শিশুদের হাতে কর্মসূচির বিভিন্ন স্টিকার, লগবই ও পোস্টার তুলে দেন। এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থাগার প্রধান রাজিনা আক্তার, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জিম স্কার্থ এবং প্রতিষ্ঠানটির লাইব্রেরি ম্যানেজার সারওয়াত রেজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ