Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিষিদ্ধ রিজওয়ান যথারীতি বরিশাল বুলসে!

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চের খুব কাছাকাছি দাঁড়িয়ে টোটাল স্পোর্টসের মাইনুল ইসলাম রুবেলের সঙ্গে তর্কযুদ্ধে এবং পরবর্তীতে হাতাহাতিতে লিপ্ত হয়ে নিজের বিপদ ডেকে এনেছেন বরিশাল বুলসের শেয়ার হোল্ডার এবং এক্সিউম টেকনোলজিসের কর্নধার রিজওয়ান বিন ফারুক। বিসিবির ডিসিপ্লিনারি  কমিটির  বিচারে আজীবন নিষিদ্ধ হয়ে হারিয়েছেন হোম সিরিজের টাইটেলও ইনস্টেডিয়া রাইটস। বরিশাল বুলসের সঙ্গে থাকতে পারবেন না রিজওয়ান বিন ফারুক, বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করেছে বিসিবি। অথচ, বিপিএলে বরিশাল বুলসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সেই রিজওয়ান বিন ফারুকের উপস্থিতিতে বিসিবির রায় উপেক্ষিত! বিসিবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত পরশু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হাজির রিজওয়ান!  বরিশাল বুলসের টি শার্ট পরে প্রেসিডেন্ট বক্সে পর্যন্ত ঢু মেরেছেন। তাও আবার বিসিবির কঠিন নিরাপত্তা বেস্টনি অতিক্রম করে, অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়াই! ডাগ আউটে এবং ড্রেসিং রুমে বরিশাল বুলসের সঙ্গে থাকতে পারছেন না, তবে দলের পেছনে আছেন সার্বক্ষণিক লেগে! সম্প্রতি বিসিবিকে চিঠি দিয়েছেন, মিটমাট হয়ে যাবে বলে আশ্বাস পেয়ে দলটির সঙ্গে আছেন বলে জানিয়েছেন মিডিয়াকে রিজওয়ানÑ ‘ডাগ আউটে নয়, দলের পেছনে আছি।  ব্যাপারটি এখন আমার এবং বিসিবির মধ্যে আছে। আমি ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চাই, বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কথা হয়েছে। তারা আমার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে, তা এখন সময়সাপেক্ষ ব্যাপার।’
তবে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল নিষেধাজ্ঞা অমান্য করে  রিজওয়ানের অবাধে স্টেডিয়ামে বিচরনে ভীষণ ক্ষুদ্ধÑ ‘আজ জানতে পারলাম তিনি স্টেডিয়ামে এসেছেন। খেলা চলাকালে তিনি স্টেডিয়ামে আসতে পারবেন না, এই নিষেধাজ্ঞাই ছিল তার উপর। নিষেধাজ্ঞা যখন অমান্য করেছেন, তখন  বরিশাল বুলস এবং তার বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি।  কারণ এখন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল আছে। কোনো সমঝোতা হয়নি।’    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ