Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ জামালের গুরুত্বপূর্ণ জয়

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (জেবি বিপিএল)’র পনেরতম রাউন্ডে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ জামাল ১-০ গোলে হারায় স্বাগতিক আবাহনীকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং। এই জয়ে শেখ জামাল ১৫ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয়স্থানে উঠে এলো সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানেই রইলো।
একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। বিজয়ী দলের রুম্মন দু’টি ও ইচিঙ্গা একটি করে গোল করেন। ফেনীর পক্ষে এক গোল শোধ দেন হেলাল। এ জয়ে শেখ রাসেল ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টমস্থানে উঠে আসলো। সমান ম্যাচে ফেনী সকার ১০ পয়েন্ট নিয়ে এগারতমস্থানেই থেকে গেলো।
কাল শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী ম্যাচের প্রথমার্ধ ছিলো অনেকটা নিস্প্রাণ। দু’দল বিচ্ছিন্ন কিছু আক্রমণ করলেও এই অর্ধে গোল হওয়ার মতো তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি কেউ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে ম্যাচকে কিছুটা উপভোগ্য করে তুলে। তবে অপেক্ষাকৃত ভালো সুযোগ পায় শেখ জামাল। যার একটি তারা কাজে লাগিয়ে মূল্যবান জয় তুলে নেয়। লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে শেখ জামালের জয়ের বিকল্প ছিলো না। শেষ পর্যন্ত তারা সেটা করে দেখিয়েছে। গোলশূণ্য অবস্থায় ম্যাচের প্রথমার্ধ শেষ হলে বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে শেখ জামাল। তারপরও গোলের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয় তাদের। অবশেষে কাঙ্খিত গোল পায় শেখ জামাল। ম্যাচের ৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে ল্যান্ডিং গোল করে দলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন (১-০)। পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থতা নিয়েই মাঠ ছাড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ