Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডু প্লেসির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হোবার্ট টেস্টের আলোচনা কোনভাবেই যেন থামতে চাইছে না। ইনিংস ব্যবধানের সাথে সিরিজ খোয়ানো সেই ম্যাচের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডই তো ওলটপালট হয়ে গেল। সেই সাথে কানাঘুষা চলছিল দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়েও। প্রটিয়া অধিনায়কের বিরুদ্ধে আনিত অভিযোগটাও বেশ গুরুতর। তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছে আইসিসি।
মাঠের আম্পয়াররা অবশ্য কোন অভিযোগ করেননি। তবে টেস্টের চতুর্থ দিনের ভিডিও ফুটেজ দেখে আনেক আগে থেকেই আলোচনায় ছিলেন ডু প্লেসি। ফুটেজে দেখা যায়, ৫৪ তম ওভারে বলে লালা লাগাচ্ছেন প্রটিয়া অধিনায়ক। এসময় তার মুখে ছিল চুইংগাম। কাসিগো রাবাদার করা ওই ওভারেই এক বলের ব্যবধানে আউট হন পিটার নেভিল ও জো মেনি। আইসিসির আচরণবিধি ২.২.৯ ধারা অনুযায়ী বলে কোন কৃত্রিম বস্তু ঘষা যাবে না। অভিযোগ অম্বীকার করেছেন ডু প্লেসি। তবে তা প্রমাণিত হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন প্রটিয়া অন্তবর্তীকালীন এই অধিনায়ক। এখনো শুনানির নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ