নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম বলেই জুনায়েদের কাছে খেয়েছেন বাউন্ডারি, তাও আবার সবচেয়ে ছন্দময় শট কাভার ড্রাইভে! ওই শট খেয়ে মাথার চুল ছিড়ে ফেলার মতো দশা। অথচ, তৃতীয় বলে সেই কভারে মুমিনুলকে ক্যাচ দিতে বাধ্য করেছেন। ১ ওভারের প্রথম স্পেলে ৭ রানে ১ উইকেট। তাতেই দারুন একটি দিন উদযাপনের রিদম পেয়েছিলেন ফিরে। ম্যাচ জমিয়ে তোলা সাব্বির-ওমর আকমল পার্টনারশিপ বিছিন্ন করতে দায়িত্বটা দিয়েছিলেন তামীম ইনিংসের মাঝপথে। প্রথম বলে লং অফের উপর দিয়ে ওমর আকমলের ছক্কায় পিলে চমকে যাওয়ার কথা। কিন্তু পাকিস্তানী ওমর আকমলের ওই ছক্কাটিই যেনো একটু বেশি তাতিয়ে দিয়েছে তাসকিনকে। ওই ওভারের ৪র্থ বলে ওমর আকমল দিয়েছেন পাতা ফাঁদে পা, ডিপ মিড উইকেটে তার ক্যাচটি নিয়ে উৎসব প্রকাশে মেজাজটা হারিয়েছেন তাসকিন, ওমর আকমলকে উদ্দেশ করে কিছু একটা বলেছেন। শেষ স্পেলটা ২-০-৯-৩Ñএক কথায় অসাধারণ। তার ওই স্পেলই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে ফেলেছে রাজশাহী কিংসকে। ১৮ বলে ৪০ রান দূরুহই বটে। রাজশাহীর জন্য ওই টার্গেট আরো দূরুহ করে দিয়েছেন তাসকিন। ১২ বলের ওই স্পেলে ৬টি ডট! ১৮তম ওভারের চতুর্থ বলে শ্রীবর্ধনেকে লং অফে ক্যাচে পরিণত করে, পরের বলে স্কুপ শট নিতে যাওয়া মিরাজকে বোল্ড আউটে সে কি হাসি তাসকিনের! শেষ ওভারের প্রথম বলে ফরহাদ রেজাকে লং অনে ক্যাচ দিতে প্রলুদ্ধ করে টুয়েন্টি-২০ ক্রিকেট ক্যারিয়ারে প্রথম ৫ম উইকেটের মুখটাও দেখলেন তাসকিন।
আইসিসি’র বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বীরের মতো। প্রত্যাবর্তন ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন ৪ উইকেট। আফগানিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে ২টি ওয়ানডে সিরিজে ১০ উইকেটে আস্থার প্রতিদান দিয়েছেন। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটেও হাজির সেই চেনা তাসকিনই। খুলনার বিপক্ষে শেষ ওভার ট্র্যাজেডিতে চিটাগাং ভাইকিংসের হারে অপবাদ লাগেনি তাসকিনের (২/১৭) গায়ে। টানা ৪ ম্যাচ হারের পর চিটাগাং ভাইকিংসকে জয়ে ফেরাতে গতকাল রেখেছেন অবদান। টুয়েন্টি-২০ ক্রিকেট ক্যারিয়ারে ২৯তম ম্যাচে এসে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেটের দেখা। বিপিএল দিয়ে আবিভুত তাসকিনের মধ্যে প্রতিভার বিচ্ছুরণ দেখেছে বিশ্ব ২০১৩ সালে। সেই বিপিএলেই ৫ উইকেটের ইনিংসের দেখা পেতে তাসকিনকে অপেক্ষা করতে হলো ১৫তম ম্যাচ পর্যন্ত। বিপিএল’র চলমান আসরে আবুল হাসান রাজুর পর ৫ উইকেটের ইনিংসে এটা দ্বিতীয় কৃতি। বিপিএলে মোহাম্মদ সামী, কেভন কুপার, তিসারা পেরেরা, আল আমিন এবং আবুল হাসান রাজুর পর ৫ উইকেটের ইনিংসে তাসকিন ৬ষ্ঠ কৃতিমান।
বিপিএলে ইনিংস ৫ উইকেট
বোলার বোলিং ম্যাচ ভেন্যু সাল
মোহাম্মদ সামী ৩.২-০-৬-৫ দূরন্ত রাজশাহী-ঢাকা গ্লাডিয়েটর্স মিরপুর ২০১২
কেভন কুপার ৪-১-১৫-৫ বরিশাল বুলস-রংপুর রাইডার্স মিরপুর ২০১৫
তিসারা পেরেরা ৪-০-২৬-৫ রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিরপুর ২০১৫
আবুল হাসান রাজু ৪-০-২৮-৫ রাজশাহী কিংস-খুলনা টাইটান্স মিরপুর ২০১৬
তাসকিন আহমেদ ৪-০-৩১-৫ চিটাগাং ভাইকিংস-রাজশাহী কিংস চট্টগ্রাম ২০১৬
আল আমিন ৪-০-৩৬-৫ বরিশাল বুলস-সিলেট সুপার স্টারর্স মিরপুর ২০১৫
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।