Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ দিনের বিরতিতে ফুরফুরে খুলনা টাইটান্স

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনায় এসে অন্য দলগুলো যেখানে গত দু’দিনে খেলেছে ম্যাচ, সেখানে ম্যাচহীন কাটিয়েছে খুলনা টাইটান্স। বন্দরনগরীতে এসে পাঁচদিন অনুশীলন আর আড্ডায় কেটেছে তাদের। এই বিরতিতেই ফুরফুরে মেজাজে আছে খুলনা টাইটান্স। ঢাকা পর্বে আরাফাত সানি, মাহামুদুল্লাহর স্পিনে  ৪ ম্যাচে ৩ জয়ে শেষ চারের সম্ভাবনা জাগিয়ে তোলা খুলনা টাইটান্স আজ অবতীর্ণ হচ্ছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল ( ৫ ম্যাচে ৪ জয় ) ঢাকা ডায়নামাইটের বিপক্ষে।  দুপুর ১টায় অনুষ্ঠেয় এই ম্যাচে ফুরফুরে খুলনা টাইটান্সকে যাবে দেখা, এমনটাই জানিয়েছেন দলটির বাঁহাতি স্পিনার মোশারফ রুবেলÑ ‘আমরা ঢাকায়  পাঁচ দিনে চারটা ম্যাচ খেলেছি। চট্টগ্রামে  বিরতিটা একটু বেশি পেয়েছি। এটা একদিক থেকে আমাদের জন্য ভালো হয়েছে। এখানে আমরা পরিবেশ, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। নেট হচ্ছে। বোলাররা বোলিং করছে। যাদের ফিজিক্যালি একটু লিকেজ ছিল, তারাও রিকভারি করার চেষ্টা করছে।’
ঢাকায় স্নায়ুচাপের ম্যাচ তিনটিতে জিতে দারুণ আত্মবিশ্বাস অর্জন করা দলটির লক্ষ্য ধারাবাহিকতাÑ ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। বোলাররা খুব ভালো বল করছে। ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই সামনের ম্যাচেও।’ হাওয়ায় উড়তে থাকা অল স্টার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সেরাটা খেলারই টার্গেট স্টুয়ার্ট ল’র শিষ্যদের। সেটাই জানিয়েছেন মোশারফ রুবেলÑ ‘ঢাকা খুব ভালো খেলছে। তারা জয়ের মধ্য রয়েছে। তাদের টিম কম্বিনেশন অনেক ভালো। অনেক ভেরিয়েশন আছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। সেরাটা খেলতে পারলে যে কোনো টিমকেই হারানো সম্ভব। ওটাই আমাদের লক্ষ্য। তাছাড়া টি-টোয়েন্টি  যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। এখানে যে যেদিন ভালো খেলবে, তাদেরই জেতার সম্ভাবনা থাকবে।’ সন্ধা পৌনে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে রাজশাহী  কিংসের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ