Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম টেস্ট নিষ্প্রাণ ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৪:৩৩ পিএম | আপডেট : ৫:০১ পিএম, ১৯ মে, ২০২২

বাংলাদেশ ও শ্রীঙ্কার মধ্যকার শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্ট ম্যাচটি নিম্প্রাণ ড্র হয়েছে। টানা পাঁচ দিন লড়াইয়ের পরও জিততে পারেনি কোন দল। বৃহস্পতিবার শেষ দিনে রোমাঞ্চকর লড়াই দেখার আশার সলতেটা জ্বলে উঠেছিল বাংলাদেশ।

কিন্তু শেষ অবধি নিষ্প্রাণ ড্রয়েই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান তুলে নেওয়ার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ তামিম-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলেছিল ৪৬৫ রান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩মে মিরপুুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম টেস্ট ড্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ