Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা দিল্লি জয় করবই!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০০ এএম

জ্বালানির জ্বালায় জর্জরিত জনতা। পেট্রল, ডিজেল থেকে রান্নার গ্যাস, ক্রমশ দাম বেড়েই চলেছে জ্বালানির। ফলে ঘাম ছুটছে আমজনতার। সেই প্রসঙ্গে এবার ফের নরেন্দ্র মোদির সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল বুধবার মেদিনীপুর জেলা সফরে গিয়ে পশ্চিম মেদিনীপুরে এক কর্মী সভায় যোগ দেন মমতা। তিনি মোদি সরকারকে একহাত নিয়ে বললেন, ‘কেন্দ্র মানুষের পকেট লুট করছে। আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।’

ওই সভায় তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। পশ্চিম মেদিনীপুরকে ঢেলে সাজানোর আশ্বাসও দেন। এরপরই মূল্যবৃদ্ধি ইস্যুতে আক্রমণ করেন কেন্দ্রকে। এরপরই বলেন, ‘গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুট করেই চলেছে।’

ওষুধের দাম বৃদ্ধি নিয়েও মোদি সরকারকে তুলোধোনা করেন মমতা। তিনি বলেন, ‘ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম বাড়িয়ে দেওয়া হল। এই সরকার আসলে মানুষ মারার সরকার।’

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে।’ পাশাপাশি তিনি ফের আত্মবিশ্বাসী কন্ঠে বলেন, ‘আমরা দিল্লি জয় করবই। আপনারা পাশে থাকুন।’ সূত্র : এএনআই, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ