Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বাসঘাতকতার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ৯:২৮ পিএম

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে বিশ্বাসঘাতকতার জন্য যুক্তরাষ্ট্রকে যথাযথ মূল্য দিতে হবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যাডমিরাল মাইকেল গিলডে চীনের মূল ভূখণ্ডের ‘সম্ভাব্য হুমকি’ থেকে বাঁচাতে তাইওয়ানকে অস্ত্র ও প্রশিক্ষণসহ সামরিক সাহায্য দেয়ার কথা বলেছেন।

এমন মন্তব্য তাইওয়ান ইস্যুতে চীনের প্রতি মার্কিন পক্ষের প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। এটা চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপও বটে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

ওয়াং ওয়েন পিন বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইস্তাহার’ এবং ‘৮.১৭ ইস্তাহার’-এ স্পষ্টভাবে উল্লেখ আছে যে, গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই একমাত্র বৈধ সরকার। ইস্তাহারে যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবেই ‘এক চীন নীতি’ মেনে নিয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ