Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মন্দিরকে মসজিদে পরিণত করে ধর্মান্তরিতরা : মিল্লাত কাউন্সিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৩ এএম

ইত্তেহাদ মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকীর রাজা মঙ্গলবার বলেছেন, বিপুল সংখ্যক লোক ‘যখন তারা ইসলাম গ্রহণ করেছিল তখন তাদের উপাসনালয়গুলোকে মসজিদে রূপান্তরিত করেছিল’ এবং এ জাতীয় মসজিদগুলোতে ‘হস্তক্ষেপ করা উচিত নয়’। জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জ্ঞানবাপি মসজিদে যা পাওয়া গেছে তাকে শিবলিঙ্গ বলা আসলে হিন্দু ধর্মকে উপহাস করা। দেশে অনেক মসজিদ আছে যেখানে আগে মন্দির ছিল। সেসব ভেঙ্গে ফেলা হয়নি... মানুষ যখন ইসলাম গ্রহণ করেছিল তখনই কেবল (মসজিদে) রূপান্তরিত হয়েছিল। মসজিদে হাত দেওয়া উচিত নয় এবং জোর করে কিছু করা হলে মুসলমানরা সরকারের বিরোধিতা করবে’। তিনি যোগ করেছেন: ‘মুসলিমদের কোনো আইনি লড়াইয়ের প্রয়োজন নেই, কারণ তারা বাবরি মসজিদ মামলার রায় দেখেছে। এবার আমরা কোনো আদালতে আপিল করব না। বিদ্বেষীরা দেশের প্রতিটি মসজিদে একটি করে শিবলিঙ্গ পাবেন যার একটি করে ঝর্ণা রয়েছে। যদি তাদের পথ থাকে তবে তারা তাদের সবাইকে ঘেরাও করবে। আমি দেখতে চাই এসব লোক কোথায় থামবে। দেশে শান্তি নিশ্চিত করতে মুসলিমরা চুপচাপ থেকেছে’। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ