Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবহেলা-নিষ্ক্রিয়তায় কঠোর সমালোচনা করলেন উন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৩ এএম

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বলেছেন, তার দেশের নভেল করোনাভাইরাস পরিস্থিতির অবনতির জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের অবহেলা ও অলসতা দায়ী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার জানায়, দেশটিতে কোভিড রোগে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়ানোর পরিপ্রেক্ষিতে কিম এ কথা বলেন। পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া গত সপ্তাহে প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জানায়। বিশ্বব্যাপী এ মহামারি শুরু হওয়ার পর দুই বছর পর দেশটিতে বর্তমানে করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে সভাপতিত্ব করার সময় কিম জং উন বলেন, এ সঙ্কটপূর্ণ পরিস্থিতি সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ‘অপরিপক্কতা’ দায়ী এবং এজন্য তিনি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি, দায়িত্বের অবহেলা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন।’ কেসিএনএ আরও জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর কোরিয়ায় নতুন করে দুই লাখ ৩২ হাজার ৮৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজারে দাঁড়ালো। এদিকে, করোনাভাইরাসে উত্তর কোরিয়ায় ৬২ জন প্রাণ হারিয়েছে বলে এএফপি জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ